পরিবারের সঙ্গে ঈদে আনন্দ উপভোগ করতে চরম ভোগান্তির মধ্যে পড়েছে রাজধানীর ব্যস্ততম বাস টার্মিনাল মহাখালীর যাত্রীরা। গাড়ি না থাকার কারণে শুক্রবার ভোর থেকে শত শত যাত্রীরা অপেক্ষার পহর গুণছে এই বাস স্টেশনে। সরজমিন ঘুরে দেখা যায়, নাড়ির টানে ঘরে ফিরতে ভোর থেকে শত শত যাত্রী অপেক্ষা করলেও কোনো বাস নেই টার্মিনালটিতে। এতে হতাশাসহ চরম ভোগান্তির মধ্যে পড়েছে ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল সহ উত্তরাঞ্চলের শত শত যাত্রী। এদিকে বাস কাউন্টারগুলোতে তালা লাগিয়ে বেশ অলস ভঙ্গিতে সময় পার করছেন কাউন্টার ম্যানেজাররা। জানতে চাইলে তারা জানান, রাস্তায় অনেক যানজট, ফলে গাড়ি আসতে পারছে না। তবে সূত্রে জানা যায়, রাস্তায় কোনো যানজট নেই। গাজীপুর চৌরাস্তার পর দূরপাল্লার কোনো গাড়ি ঢাকার মধ্যে ঢুকছে না, অনেকটা কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে। যাতে যাত্রীদের মধ্যে হতাশা বিস্তার করে বেশি ভাড়া আদায় করা যায়। বিষয়টি সরজমিনে দেখাও যায়। গাড়ি সংকটকে জিম্মী করে অন্য রোডের কিছু গাড়ি ৩০০ টাকার ভাড়া ১০০০ টাকা নিচ্ছে। এবিষয়ে জানতে চাইলে বৈশাখী পরিবহনের ব্যনারে প্রিয় পরিবহনের সুপারবাইজার জানান, যাত্রী বেশি গাড়ি কম, তাই এ ভাড়া নেয়া হচ্ছে। তাছাড়া প্রতিদিন তো আর নেই না। এদিকে গাজীপুর চৌরাস্তার বাস কাউন্টারে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে এক কাউন্টার মাস্টার জানান, গাজীপুর বাস কাউন্টারে ঘরমুখো মানুষের প্রচণ্ড ভীড়, কিছু গাড়ি আসছে যা এখান (গাজীপুর) থেকেই যাত্রী নিয়ে চলে যাচ্ছে।আরএস/এসকেডি/এমএস
Advertisement