খেলাধুলা

আগুয়েরোর হ্যাটট্রিকে জয়ে ফিরল ম্যানসিটি

টানা ২২ ম্যাচ অপরাজিত থাকার পর লিভারপুলের কাছে গত সপ্তাহে হেরে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। তবে পরের ম্যাচেই ঘরের মাঠে ঘুরে দাঁড়িয়েছে দলটি। আগুয়েরোর দারুণ হ্যাটট্রিকে নিউক্যাসল ইউনাইটেডকে ৩-১ গোলে হারিয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি।

Advertisement

নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে সিটি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ৩৪ মিনিটে গোলের দেখা পায় দলটি। কেভিন ডি ব্রুইনের দারুণ ক্রসে হেডে বল জালে পাঠান আগুয়েরো।

বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন আগুয়েরো। ম্যাচের ৬৩ মিনিটে ডি-বক্সে রাহিম স্টার্লিং ফাউলের শিকার হলে পেনাল্টি পায় সিটি। সফল স্পট কিকে বল জালে জড়ান আর্জেন্টাইন স্ট্রাইকার। চার মিনিট পর দারুণ এক পাল্টা আক্রমণে এগিয়ে আসা গোলরক্ষক এদেরসনের উপর দিয়ে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান ইংলিশ মিডফিল্ডার জ্যাকব মার্ফি।

ম্যাচের ৮৩ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন আগুয়েরো। সানের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে গোলটি করেন তিনি। চলতি মৌসুমে লিগে আগুয়েরোর এটা ১৬তম গোল। এ জয়ে ২৪ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।

Advertisement

দিনের অন্য ম্যাচের বার্নলিকে একমাত্র গোলে হারানো ম্যানচেস্টার ইউনাটেড ৫৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

এমআর/পিআর