খেলাধুলা

হ্যাজার্ডের জোড়া গোলে চেলসির জয়

টানা দুই ম্যাচ ড্রয়ের পর জয়ের দেখা পেলো চেলসি। হ্যাজার্ডের জোড়া গোলে ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাইটন এন্ড হোভ অ্যালবিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে আন্তোনিও কন্তের দল।

Advertisement

প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে থাকে চেলসি। ম্যাচের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় দলটি। মোজেজের ক্রস থেকে পাওয়া বল সহজেই জালে জড়ান বেলজিয়ামের এই ফরোয়ার্ড। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উইলিয়ান। মিচি বাতশুয়াইয়ের রক্ষণচেরা পাস থেকে বল জালে জড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

দুই গোলে পিছিয়ে পড়ে খেলায় ফেরার চেষ্টা করে স্বাগতিক ব্রাইটন। ম্যাচের ৩০ মিনিটে হেমেডের হেড ফিরিয়ে স্বাগতিকদের গোল বঞ্চিত করেন চেলসি গোলরক্ষক। ফলে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় চেলসি।

বিরতি থেকে ফিরে শুরুতেই গোলের সুযোগ পায় স্বাগতিক ব্রাইটন। ডেভি প্রপারের হেড ফিরে পোস্টে লেগে। ম্যাচের ৫৯ মিনিটে চেলসিকেও ব্যবধান বাড়াতে দেয়নি পোস্ট। উইলিয়ানের ফ্রি-কিক স্বাগতিক গোলরক্ষকের হাত ছুঁয়ে বারে লেগে বাইরে চলে যায়।

Advertisement

অবশেষে ম্যাচের ৭৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ায় হ্যাজার্ড। উইলিয়ানের লম্বা পাস পেয়ে কোনাকুনি অনেকটা এগিয়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে হ্যাজার্ড বল পাঠান জালে। ৮৯ মিনিটে বাঁ-পায়ের শটে দলের চতুর্থ গোলটি করেন মোজেজ।

এই জয়ে ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে চেলসি। ২৩ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে ম্যানচেস্টার সিটি।

এমআর/এমএস

Advertisement