খেলাধুলা

ম্যানচেস্টার ইউনাইটেডের কষ্টার্জিত জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে কষ্টার্জিত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বার্নলির মাঠে মার্শিয়ালের দেওয়া একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছেড়েছে মরিনহোর শিষ্যরা।

Advertisement

নিজেদের মাঠে ম্যাচের শুরুতেই ম্যানইউ শিবিরে আক্রমণ করে খেলতে থাকে বার্নলি। দুই মিনিটের ব্যবধানে দুটি গোলের সুযোগও সৃষ্টি করে দলটি। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় তা আর হয়নি। ম্যাচের ১৩ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ম্যানচেস্টারও। তবে অ্যাশলে ইয়ংয়ের বাড়ানো বল জালে জড়াতে ব্যর্থ হন পগবা।

ম্যাচের ৪১ মিনিটে বাঁ-দিক দিয়ে দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে ডি বক্সে বল নিয়ে গিয়েও গোল করতে ব্যর্থ হন ইয়ং। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।

বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে ম্যানইউ। অবশেষে ম্যাচের ৫৪ মিনিটে গোলের দেখা পায় দলটি। রোমেলু লুকাকুর লম্বা পাস ডি-বক্সে ধরে ঠাণ্ডা মাথায় উপরের কোণ দিয়ে বল জালে জড়ান ফরাসি ফরোয়ার্ড মার্সিয়াল।

Advertisement

পিছিয়ে পড়ে সফরকারী দলের রক্ষণে একের পর এক আক্রমণ করতে থাকে স্বাগতিক বার্নলি। তিন মিনিট পর সমতায় ফেরার সুযোগও পায় দলটি। তবে আইসল্যান্ডের মিডফিল্ডার ইয়োহানের দারুণ ফ্রি-কিক ক্রসবারে লাগলে বেঁচে যায় ইউনাইটেড। বাকি সময় ইউনাইটেড রক্ষণে চাপ সৃষ্টি করে খেললেও আর গোলের দেখা পায়নি স্বাগতিক শিবির। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে মরিনহোর শিষ্যরা। এ জয়ে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার ইউনাটেড।

এদিকে দিনের প্রথম ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে চেলসি। দিনের আরেক ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়া আর্সেনাল ৪২ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে।

এমআর/এমএস

Advertisement