ফেসবুকের মাধ্যমে নানা ধরনের গুজব বা অসত্য সংবাদ ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়। এবার এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ফেসবুক। নিউজফিডে সংবাদ প্রকাশের আগে নিউজ সোর্সকে আরও বেশি প্রধান্য দেবে জনপ্রিয় এই সামাজিক যোগাযোগের মাধ্যমটি। বিশ্বাসযোগ্য না হলে কোনো সংবাদ প্রকাশ করবে না ফেসবুক। খবর বিবিসি।
Advertisement
ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ জানান, এই সমস্যার বিরুদ্ধে তারা অনেকদিন ধরেই এক রকম যুদ্ধ করে আসছেন। সম্প্রতি তার প্রতিষ্ঠান এ ধরনের অসত্য তথ্য যাচাই করার বেশকিছু পদ্ধতি বের করতে পেরেছে। ব্যবহারকারীর সার্ভের ওপর ভিত্তি করে নির্ধারণ করা হবে কোন খবরগুলো সত্য ও নির্ভরযোগ্য। ফলে কিছুটা হলেও মিথ্যা সংবাদ কমবে।
তিনি আরও বলেন, বর্তমানে নিউজফিডে ৫ শতাংশ সংবাদ প্রকাশ করা হয়। খুব শিগগিরই এটি কমিয়ে ৪ শতাংশ করা হবে।
ভুয়া সংবাদ ঠেকাতে ফেসবুক অনেকদিন ধরেই বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। তবে এই উদ্যোগটিকে বেশি কার্যকর মনে করছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা।
Advertisement
এআরএস/এমএস