আন্তর্জাতিক

আফগানিস্তানে হোটেলে বন্দুকধারীদের হামলা

আফগানিস্তানের একটি হোটেলে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমপক্ষে চার বন্দুকধারী হামলা চালিয়েছে। তারা হোটেলের কয়েকজনকে জিম্মি করেছে। স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে এই হামলা চালানো হয়। ঘটনাস্থলে বন্দুকধারীদের সঙ্গে বিশেষ বাহিনীর লড়াই চলছে। দুই বন্দুকধারীকে ইতোমধ্যে হত্যা করতে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা রক্ষাকারী বাহিনী।

Advertisement

আফগান গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, বন্দুকধারীরা হোটেলের অতিথিদের দিকে গুলি ছুড়ছিল।

দেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, স্পেশাল ফোর্স পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেস্টা করছে। হামলাকারীরা হোটেলে কয়েকজনকে জিম্মি করেছে। বন্দুকধারীদের মধ্যে আত্মঘাতী হামলাকারীও রয়েছে। কোনো দল এখনো হামলার দায় স্বীকার করেনি। 

হোটেলটিতে থাকা এক অতিথি এএফপিকে জানিয়েছেন, আমরা আমাদের রুমে লুকিয়ে আছি। আমরা জানি না হামলাকারীরা ভেতরে কি না। কিন্তু আমরা প্রথম তলায় অনেক গুলির আওয়াজ পাচ্ছি।

Advertisement

 সূত্র : এএফপি, বিবিসি

জেডএ