বান্দরবান সীমান্তে উদ্ধার হওয়া মিয়ানমার সেনাবাহিনীর দুই সদস্যকে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপির কাছে হস্তান্তরের করেছে বিজিবি। শুক্রবার সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করা হয়।হস্তান্তরকৃত মায়ানমারের নিরাপত্তা বাহিনীর দুই সদস্য হলেন ডেপুটি সার্জেন্ট নাইং টুন ও সৈনিক খিন লিটকে। ১৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল সাইফুল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঘুমধুম সীমান্তে শুক্রবার সকাল সাড়ে ১০টায় পতাকা বৈঠকে তাদের মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।প্রসঙ্গত, গত ১৪ জুলাই বিজিবির নেতৃত্বে যৌথ বাহিনী বান্দরবান সীমান্তের মেইন পিলার ৬৭ থেকে ট্রাইজংশন পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনার সময় জঙ্গল থেকে মিয়ানমার সেনা বাহিনীর দুই সদস্যকে উদ্ধার করে। মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী একটি গ্রুপ (সন্ত্রাসী) সে দেশের ওই দুই সেনা সদস্যকে অপহরণ করে বাংলাদেশ সীমান্ত এলাকায় নিয়ে আসে। মঙ্গলবার ওই এলাকায় যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসী গ্রুপটি সেনা সদস্যদের ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে। তবে মিয়ানমারের এ দুই সেনা সদস্য কোনো কমিশন র্যাংকের নন।সৈকত দাশ/এআরএ/এমএস
Advertisement