খেলাধুলা

প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট আজ

এবারের প্রিমিয়ার লিগে কোন ক্রিকেটার কোন দলে খেলবেন? মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর নতুন ঠিকানা কি হবে- তা শনিবার জানা যাবে। ঢাকা ক্লাব ক্রিকেট ২০১৮'র প্লেয়ার্স ড্রাফট আজ (শনিবার )। ঢাকার অভিজাত পাঁচ তারকা হোটেল ওয়েস্টিনে সকাল ১০ টা থেকে শুরু হবে এ কার্যক্রম।

Advertisement

আগেই জানা, এবার আর চিরায়িত পদ্ধতিতে দল বদল হবে না। তার বদলে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে নতুন বছরে ক্রিকেটারদের নতুন ঠিকানা নির্ধারিত হবে। তবে এর মধ্যেও থাকছে ক্ষানিক নতুনত্ব। দুই বছর আগে হওয়া প্লেয়ার বাই চয়েজ স্টিটেমের মত এবার আর ঢালাও প্লেয়ার্স ড্রাফট হবে না। প্রতিটি দল গতবারের পাঁচজন করে ক্রিকেটারকে প্লেয়ার বাই চয়েজ হিসেবে রেখে দিতে পারবে। ইতোমধ্যেই প্রিমিয়ারের ১২ ক্লাব তাদের গতবার খেলা পাঁচজন করে ক্রিকেটারের নাম সিসিডিএমে জমা দিয়েছে। তার মানে প্রতি দলে পাঁচজন করে ক্রিকেটার এ বছর নাম লিখিয়ে ফেলেছেন।

আজ (শনিবার) প্লেয়ার্স ড্রাফটে কমপক্ষে আরও এগারজন করে ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ আছে। মোট কথা, প্রতি দলে কমপক্ষে ১৬ জন স্থানীয় ক্রিকেটার নেওয়া যাবে। পাঁচজন করে ক্রিকেটার (আগের বছর খেলা) রেখে দেয়ার বিধান থাকলেও ১২ জন আইকন বা এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারদের (মাশরাফি, মুশফিক, সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, ইমরুল, মোস্তাফিজ, মিরাজ, নাসির, লিটন, বিজয়, রুবেল) কোন দলই রাখতে পারেনি। আজ সকালে তাদের নতুন ঠিকানা নির্ধারণ হবে। অর্থাৎ এই শীর্ষ ১২ তারকা কে কোন দলে খেলবেন তা শনিবার সকালেই জানা যাবে এবং সেটা প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে।

প্রসঙ্গত উল্লেখ্য, ক্রিকেটারদের পারিশ্রমিক বেধেই হচ্ছে এবারের দলবদল। সাতটি ক্যাটাগরিতে পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বোচ্চ ক্যাটাগরির পারিশ্রমিক ৩৫ লাখ।

Advertisement

এআরবি/এমআর/এমএস