খেলাধুলা

এগোলেন ফেডেক্স, বিদায় ভাবরিঙ্কা-মুগুরুজার

অনায়াসে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করলেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রজার ফেদেরার। তবে দ্বিতীয় রাউন্ডের হার্ডলেই আটকে যেতে হল চোট সারিয়ে কোর্টে ফেরা আরেক সুইস তারকা স্টান ভাবরিঙ্কাকে। এক সেট হেরে গিয়ে মেলবোর্ন পার্কে জয় তুলে নিলেন সাবেক বিশ্বসেরা নোভাক জকোভিচও।

Advertisement

১৯ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী তথা টুর্নমেন্টের দ্বিতীয় বাছাই ফেদেরার দ্বিতীয় রাউন্ডে ৬-৪, ৬-৪, ৭-৬ (৭-৪) সেটে হারিয়ে দিয়েছেন জার্মান তারকা জান-লেনার্ড স্ট্রাফকে। তৃতীয় রাউন্ডে সুইস তারকা ফেডেক্স কোর্টে নামবেন ফ্রান্সের রিচার্ড গ্যাসকোয়েটের বিপক্ষে।

নবম বাছাই স্টান ভাবরিঙ্কা ২-৬, ১-৬, ৪-৬ সরাসরি সেটে আত্মসমর্পণ করেন অবাছাই মার্কিন তারকা টেনিস স্যান্ডগ্রেনের কাছে। চোটের জন্য দীর্ঘদিন কোর্টের বাইরে থাকার জড়তা ঠিকমতো কাটিয়ে উঠতে পারেননি ভাবরিঙ্কা। ম্যাচে তিনবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ভাবরিঙ্কার ফুটওয়ার্ক দেখেই বোঝা যাচ্ছিল তিনি সম্পূর্ণ ম্যাচ ফিট নন। মোট পাঁচবার ভাবরিঙ্কার সার্ভিস ভাঙেন তার আনকোরা প্রতিপক্ষ।

জকোভিচ অবশ্য প্রথম সেট হেরে পিছিয়ে পড়েও শেষমেশ জয় তুলে নেন ফ্রান্সের গোয়েল মঁফিসের বিরুদ্ধে। ছ’বারের অস্ট্রেলিয়ান ওপেনজয়ী জোকার ২ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে ৪-৬, ৬-৩, ৬-১, ৬-৩ সেটে ম্যাচ জিতে তৃতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করে নেন। তৃতীয় রাউন্ডে নোভাককে সামলাতে হবে স্পেনের অ্যালবার্ট ব়্যামোস-ভিনোলাসের চ্যালেঞ্জ।

Advertisement

আইএইচএস/পিআর