সারা দেশে চাঁদ দেখার উপর নির্ভর করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ-উল-ফিতর উদযাপিত হলেও পিরোজপুর জেলার মঠবাড়িয়া ও নাজিরপুর উপজেলার ৬ গ্রামে একদিন আগে অর্থ্যাৎ শুক্রবার ঈদ পালিত হচ্ছে।পিরোজপুরের যে সকল গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে সেগুলো হলো, মঠবাড়িয় উপজেলার সাপলেজা ইউনিয়নের ক্ষেতাছিড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া ও ভাইজোড়া। ওই সকল গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবারের দেড় হাজার মানুষ ঈদ উদযাপন করছেন। অপরদিকে নাজিরপুর উপজেলার শেখ মাটিয়া ইউনিয়নের রঘুনার্থপুর গামে প্রায় ১শ পরিবার ঈদ উদযাপন করবেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুরের সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে তারা প্রতি বছর এক দিন আগে রোজা রাখেন এবং একদিন আগেই ঈদ উদযাপন করেন। সাপলেজা ইউনিয়নের ২নং ওয়ার্ডের কচুবাড়িয়া গ্রামের ইউপি সদস্য মাহাবুব আলম ও ভাইজোড়া গ্রামের সুরেশ্বর অনুসারী সাবেক ইউপি সদস্য মো. ফরহাদ হোসেন হাওলাদার জানান, যুগ যুগ ধরে সুরেশ্বর অনুসারী পাচঁ গ্রামের মানুষ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করে আসছেন । শেখ মাটিয়া ইউনিয়নের রঘুনার্থপুর গামের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, ফরিদপুরের সুরেশ্বর দরবার শরীফের পীরের অনুসারী হিসেবে সৌদি আরবের সাথে মিল রেখে এ গ্রামের প্রায় ১‘শ পরিবার ঈদ উদযাপন করেন। হাসান মামুন/এসএস/এমএস
Advertisement