খেলাধুলা

রোনিকে মেসি : ফুটবল তোমার হাসিটা কখনোই ভুলবে না

বার্সেলোনার আজকের এই উত্থান ঘটিয়েছিলেন এক ব্রাজিলিয়ান। তিনি রোনালদিনহো। ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার। বিশ্বকাপের পরের বছরই যোগ দেন বার্সেলোনায়। এরপর থেকেই যেন লা লিগায় উড়তে শুরু করে বার্সা। রোনালদিনহো হাত ধরেই বার্সায় নতুন এক তারকার উত্থান। লা মাসিয়া থেকে নিজেকে পরিণত করে লিওনেল মেসি নামক আর্জেন্টাইন ফুটবল রাজপুত্রের আগমন ঘটে বার্সেলোনার সিনিয়র দলে।

Advertisement

২০০৪ সাল থেকেই বার্সা সিনিয়র দলের হয়ে টুকটাক খেলতে শুরু করেন মেসি। তবে তার পদচারণা পুরোপুরি শুরু হয় ২০০৬ সাল থেকে। এরই মধ্যে বার্সায় তরুণ এক ফুটবলার হিসেবে মেসিকে প্রতিষ্ঠিত করার দায়িত্বটা যেন নিজ কাঁধেই নিয়েছিলেন রোনালদিনহো। মেসি নিজেই বেশ কয়েকবার সাক্ষাৎকার দিতে গিয়ে স্বীকার করেছেন, রোনালদিনহোর কারণেই বার্সার ড্রেসিং রুমটা তার জন্য সহজ হয়ে যায়।

সেই রোনালদিনহো অবশেষে বুটজোড়া তুলে রাখার ঘোষণা দিয়েছেন। ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন চিরতরে। ২০১৫ সাল থেকেই অবশ্য পেশাদার ফুটবল খেলছেন না রোনালদিনহো। কিন্তু ফুটবলকে আনুষ্ঠানিকভাবে বিদায়ও জানাননি। অবশেষে ৩৭ বছর বয়সে এসে বিদায় নিলেন রোনালদিনহো।

পূর্বসূরির অবসর নেয়ার খবরে কিছুটা ভেঙে পড়েছেন লিওনেল মেসি। নিজের আদর্শকে শেষ বিদায় খুব আন্তরিকতার সঙ্গেই জানালেন মেসি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বার্সায় খেলা মেসি-রোনালদিনহোর সু-সময়ের একটি ছবি আপলোড করে মেসি খুবই হৃদয়গ্রাহী বক্তব্য লিখেছেন। রোনালদিনহোর বিদায় মর্মস্পর্শী বার্তা লিখেছেন নেইমার থেকে শুরু করে অনেকেই।

Advertisement

কিন্তু মেসিরটাই সবাই হৃদয়কে স্পর্শ করেছে বেশি। মেসি রোনালদিনহোকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘সব সময়ই আমি বলি, আপনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। সারাজীবন আপনার কাছে এ জন্য কৃতজ্ঞ থাকবো। কারণ, বার্সেলোনার ড্রেসিংরুমটাকে আমার জন্য আপনি কতটা সহজ করে দিয়েছেন।’

এরপর মেসি লিখেছেন, ‘আমার সৌভাগ্য যে ক্যারিয়ারের শুরুতে অনেক কিছু শেয়ার করার সুযোগ পেয়েছি আপনার সাথে। এ কারণে আমি খুব সুখী। একই সঙ্গে বল পায়ে আমি দুর্দান্ত এক ব্যক্তিত্ব। এটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

এরপরই সবচেয়ে হৃদয়স্পর্শী বক্তব্যটি লিখেছেন মেসি, ‘যদিও আপনি ফুটবলকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু আমি বলবো ফুটবল কখনোই আপনার সুন্দর হাসিটা ভুলতে পারবে না। শুভকামলা, রোনি আপনাকে।’

আইএইচএস/বিএ

Advertisement