খেলাধুলা

তৃতীয় রাউন্ডে নাদাল-ওজনিয়াকি

চেনা পথ ধরেই অস্ট্রেলিয়ান ওপেনে এগিয়ে চলেছেন টেনিস তারকারা। এই যেমন প্রত্যাশা মতোই সরাসরি সেটে জিতে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠে গেলেন বিশ্বের একনম্বর তারকা তথা টুর্নামেন্টের শীর্ষবাছাই রাফায়েল নাদাল। মেলবোর্ন পার্কের রড লেভার এরেনায় ২ ঘণ্টা ৩৮ মিনিটের লড়াই শেষে রাফা ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) সেটে হারান এটিপি ব়্যাংকিংয়ের ৫২ নম্বরে থাকা আর্জেন্টাইন তারকা লিওনার্দো মায়েরকে। গতবারের রানার্সআপ রাফায়েল তৃতীয় রাউন্ডে কোর্টে নামবেন ২৮ নম্বর বাছাই বসনিয়ান তারকা দামির জুমহুরের বিরুদ্ধে।

Advertisement

জয়ের পর নাদাল বলেন, ‘লিওলার্দো অত্যন্ত কঠিন প্রতিপক্ষ। ওর বিরুদ্ধে জয়টা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তৃতীয় রাউন্ডে উঠতে পেরে খুশি। চোটের জন্য শেষ কয়েকটা টুর্নামেন্টে ঠিকমতো খেলতেই পারিনি। সেদিক থেকে পর পর দুটো জয় আমার আত্মবিশ্বাস বাড়াবে নিশ্চিত।’

মেলবোর্ন পার্কে তিন সেটের লড়াইয়ে জয় তুলে নিয়েছেন মেয়েদের দ্বিতীয় বাছাই ক্যারোলিন ওজনিয়াকি। দ্বিতীয় রাউন্ডে তিনি ৩-৬, ৬-২, ৭-৫ সেটে পরাজিত করেন ক্রোয়েশিয়ার জানা ফেটকে।

শুরুতেই ভেনাস উইলিয়ামসকে ছিটকে দেওয়া সুইস তারকা বেলিন্দা বেনচিচ দ্বিতীয় রাউন্ডে হেরেই বিদায় নিলেন। থাইল্যান্ডের লুকসিকা কুমখুমের কাছে ১-৬, ৩-৬ সেটে পরাস্ত হন তিনি। চিনের য়িং-য়িং দুয়ানকে ৬-৩, ৩-৬, ৬-৪ সেটে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে উঠেছেন ফরাসি ওপেন জয়ী সপ্তম বাছাই লাটভিয়ান তরুণী জেলেনা ওস্তাপেঙ্কো।

Advertisement

আইএইচএস/আইআই