আন্তর্জাতিক

একাকীত্ব সামলাতে ব্রিটেনে নতুন মন্ত্রণালয়

এক বছরেরও বেশি সময় আগে বিট্রেন যখন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগের পক্ষে ভোট দিয়েছিল তখন অনেকে মজা করে বলেছিল, এর ফলে ব্রিটেন একা হয়ে যাবে।

Advertisement

ঠিক সেভাবে না হলেও গবেষণায় দেখা যাচ্ছে, বিট্রেনে আসলে একাকীত্বে নিয়ে বেশ বড় ধরনের একটা সমস্যা রয়েছে। একাকীত্বের উপর জো কক্স কমিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেশের ৯০ লাখেরও বেশি মানুষ কখনও কখনও বা সবসময়ই একাকীত্বে ভোগেন।

এর ফলে একাকীত্ব সামলাতে বুধবার একজন মন্ত্রী নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে।

এক বিবৃতিতে মে বলছেন, বহু মানুষের জন্য আধুনিক জীবনের দুঃখজনক এক বাস্তবতা হলো একাকীত্ব।

Advertisement

এ সমস্যা মৃত্যুর কারণ হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। ফলে নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে ট্রেসি ক্রাউচকে। অল্পবয়সী এই নারী বর্তমানে ব্রিটেনের ক্রীড়া ও নাগরিক সমাজ বিষয়ক মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস।

এনএফ/আরআইপি

Advertisement