ক্রিশ্চিয়ানো রোনালদোর সাম্প্রতিক ফর্মটা ভালো যাচ্ছে না। সময় ভালো যাচ্ছে না তার দল রিয়াল মাদ্রিদেরও। চতুর্মুখী সমালোচনার মুখে পর্তুগিজ যুবরাজ রিয়াল ছেড়ে অন্য ক্লাবে পাড়ি জমাতে পারেন, এমন গুঞ্জনও শোনা যাচ্ছে। তবে দলের কোচ জিনেদিন জিদান পূর্ণ আস্থা রাখছেন তার শিষ্যের উপর। রোনালদো ছাড়া রিয়ালের কথা কল্পনাও করতে পারেন না, জানিয়েছেন তিনি।
Advertisement
রোনালদোও নাকি রিয়ালের সঙ্গে নতুন করে চুক্তি করতে আগ্রহী নন। বিশ্বের দামি খেলোয়াড় হতে ক্লাব বদলাতে পারেন, এমন আভাস দিয়ে রেখেছেন তিনি। এতে আগামী মৌসুমে রিয়ালে রোনালদোকে দেখতে পারা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
তবে জিদান এটা নিয়ে মোটেই চিন্তিত নন। তিনি বলেন, 'আমি চিন্তিত নই। আমরা জানি, আপনারা বাইরে থেকে এমন কথা বলবেন। তবে ভেতরে ক্রিশ্চিয়ানোকে তার খেলা নিয়েই ভাবতে হয়, যেমনটা সে ভেবে এসেছে। আমি বরং তার পারফরম্যান্স নিয়ে কথা বলতে পারি। কথা বলতে পারি দলকে সে কি দিয়েছে, সেটা নিয়ে।'
রিয়াল মাদ্রিদের হয়ে সর্বোচ্চ গোলদাতা রোনালদো। তাকে ছাড়া দলটাই কল্পনা করতে পারেন না জিদান। রিয়াল কোচ বলেন, 'আমি ক্রিশ্চিয়ানোকে ছাড়া মাদ্রিদের কথা ভাবতেই পারি না। এটা তার ক্লাব, এখানেই তার থাকা উচিত। ক্লাব, সমর্থকরা, সবাই তাকে ভালোবাসে।'
Advertisement
রোনালদোর বিকল্প ভাবনার সুযোগ নেই জানিয়ে জিদান বলেন, 'আমি সবসময়ই রোনালদোকে নিয়ে এই কথা বলে এসেছি। আমি তাকে ছাড়া মাদ্রিদকে দেখি না। আমার উদ্বেগ থাকে দলটাকে নিয়ে। আর সবসময় কঠিন মুহূর্তে রোনালদো এগিয়ে আসে। আমি তাই এসব চুক্তি-টুক্তি নিয়ে কথা বলতে চাই না। ক্রিশ্চিয়ানোর জন্য এসব পুরণো হয়ে গেছে। এই ক্লাবটিই শুধু তার সঙ্গে কথা বলতে পারে।'
এমএমআর/আরআইপি