খেলাধুলা

আবাহনীর মিষ্টি এবং জয়

আবাহনী মাঠে প্রবেশের আগেই ক্লাবের এক অফিসিয়াল মিষ্টির প্যাকেট নিয়ে ঢুকলেন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের প্রেসবক্সে। প্যাকেটের গায়ে লেখা ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ২০১৭ চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডের শুভেচ্ছা।’

Advertisement

কয়েকদিন আগে ষষ্ঠবারের মতো প্রফেশনাল ফুটবল লিগের ট্রফি ঘরে নিয়েছে আকাশি-হলুদরা। সে আনন্দের মিষ্টি ক্লাবটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে পাঠিয়েছে নিজেদের স্বাধীনতা কাপ শুরুর দিনে।

ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের স্বাধীনতা কাপ শুরুটাও হয়েছে দুর্দান্ত। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাতের ম্যাচে তারা ২-০ গোলে হারিয়েছে বিজেএমসিকে।

মঙ্গলবার শুরু হওয়া মৌসুমের শেষ টুর্নামেন্টে ভালো শুরু হয়নি অন্য শিরোপা প্রত্যাশিদের। প্রথম দিন ড্র করেছে গতবারের চ্যাম্পিয়ন চট্টগ্রাম আবাহনী, নবাগত সাইফ স্পোর্টিং ক্লাব, শেখ জামাল ও মোহামেডান।

Advertisement

তবে ঘরোয়া ফুটবলে অপ্রতিরোধ্য আবাহনী মৌসুমের শেষ টুর্নামেন্টও শুরু করলো দাপটের সঙ্গে। ট্রেবল জয়ের মিশনটা ভালোভাবেই শুরু হলো আকাশী-হলুদদের।

বিদেশি খেলোয়াড় নেই। স্থানীয়দের প্রমাণের এ টুর্নামেন্টে আবাহনী জিতলো তাদের স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ও মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদের গোলে। প্রাধান্য নিয়ে খেলা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা আরো বড় ব্যবধানেও জিততে পারতো। বেশ কয়েকটি আক্রমণ থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও সবগুলো কাজে লাগাতে পারেনি আতিকুর রমানের শিষ্যরা।

২৪ মিনিটে আবাহনীকে এগিয়ে দেন জীবন। রায়হান হাসানের লম্বা থ্রো থেকে জীবনের হেডে কাঁপে বিজেএমসির জাল। ফাহাদ ব্যবধান দ্বিগুণ করেন ৮৩ মিনিটে। রুবেল মিয়া ব্যাক পাস ধরে আতিকুর রহমান ফাহাদ গোলরক্ষকের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে।

আরআই/এমএমআর/জেআইএম

Advertisement