লাইফস্টাইল

কাবাব খাবার আগে সাবধান

খাবার দোকানে সারি সারি মাংসখন্ডকে ঝলসাতে দেখতে ডিভ দিয়ে কার জল পড়ে না বলুন তো? কাবাবের গন্ধ শুঁকেও পাশ কাটিয়ে চলে যাওয়ার সাধ্য একেবারে কারোর হয়না৷ পটেক গড়ের মাঠ হলেও রাস্তার ফুটে দাঁড়িয়ে চোখের খিদে মিটিয়ে নেন সকলেই৷ কিন্তু বাঙালির এই সাধের খাবারেও এবার বাধা পড়তে চলেছে৷ সম্প্রতি চিকিৎসকেরা জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্ত খাবারকে টাটা বাই বাই করে দিন৷চিকিৎসকেরা মতে, আগুনে ঝলসানো নুন, মশলা মাখানো মাংস বা মাছ থেকে নিঃসৃত রাসায়নিক ডেকে আনতে পারে মারণরোগ ক্যানসার৷কানাডার ভ্যাঙ্কাভুর শহরের এক সরকারি হাসপাতালের চিকিৎসক এস.এম.চন্দ্রমোহন জানিয়েছেন, মাছ বা মাংসকে সরাসরি আগুনো পোড়ানো হলে তার উপর জমে ওঠে ক্যানসার উৎপাদক রাসায়নিক৷ তাঁর মতে, এই ধরণের খাবার ধূমপান বা মদ্যপানের চেয়েও ক্ষতিকর৷সম্প্রতি এই হাসপাতালে ১০১ জব রোগীর উপর একটি গবেষণা করা হয়৷ এই রোগীদের খাদ্যাভ্যাস ও জীবন যাপনের খুঁটিনাটি জানা হয়৷ তার সঙ্গে তুলনামূলক সমীক্ষায় জানতে চাোয়া হয়, সমপরিমাণ সুস্থ মানুষের জীবনযাপনের পদ্ধতি৷ দেকা গেছে, যারা নিয়মিত কাবাব বা তন্দুর মাংস খান তাদের ক্ষেত্রে ক্যানসার হওয়ার সম্ভবনা সাধারন মানুষের থেকে নয় গুণ বেশি৷ যাদের ধূমপানের প্রবণতা রয়েছে তাদের ক্ষেত্রে ক্যানসারের সম্ভাবনা ৮ শতাংশ এবং মদ্যপানের অভ্যাস যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ক্যানসারের সম্ভবনা চার শতাংশ বেশি৷প্রসঙ্গত, পোড়া মাংস নিয়ে সতর্কবাণী এই প্রথম নয়৷ খ্যাদ বিশেষজ্ঞদের মতে, চর্বিযুক্ত নুন মাখানো সরাসরি কাঠ বা কয়লার আগুনে পোড়ানো হলে তাতে আলকাতরা জমে যায়, যা শরীরে ক্যানসার উৎপাদন করে৷ অর্থাৎ ধূমপান করলে যে পরিমাণ আলকাতরা শরীরে মেশে তার চেয়ে কয়েকগহুণ বেশি আলকাতরা কাবাবজাতীয় খাবার থখেকে শরীরে মিশতে পারে৷ যদিও বিশেষজ্ঞরা স্বীকার করেছেন যে আরও অনেক কারণেই ক্যানসার হতে পারে, কিন্তু তাই বলে এই জাতীয় খাবার থেকেও ক্যানসারের ঝুঁকি একেবারেই এড়িয়ে যাওযা যায় না৷

Advertisement