চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাধারণ মানুষদের ভিড়ে প্রায় প্রতিদিনই এখানে আসছেন শোবিজের তারকারাও। আজ বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে হঠাৎ করেই মেলায় অবস্থিত অল টাইম’র প্যাভিলিয়নে প্রবেশ করেন ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।
Advertisement
এ অভিনেত্রীর উপস্থিতিতে চমকে যান ক্রেতা-দর্শনর্থীরা। অনেকেই এ সেলিব্রেটির পিছু পিছু ছুটতে থাকেন। কেউ কেউ এ বিশেষ মুহূর্ত ক্যামেরা বন্দি করতে মেতে উঠেন সেলফি তুলতেও। ফলে প্যাভিলিয়নটির ভেতরে দর্শনার্থীদের জটলা বেঁধে যায়।
প্যাভিলিয়নটিতে গিয়ে দেখা যায়, অল টাইম সেখানে স্থাপন করেছে মিনি ফ্যাক্টরি। যার নাম দেয়া হয়েছে ‘লাইভ ফ্যাক্টরি’। অর্থাৎ অল টাইম স্বয়ংক্রিয় মেশিনে হাইজেনিক ও হেলথি খাবার তৈরির দৃশ্য মানুষ নিজ চোখে দেখে পণ্য কিনবে। এ ফ্যাক্টরির ভেতরে সবকিছু ঘুরে ঘুরে দেখেন অপু বিশ্বাস।
অপু জাগো নিউজকে বলেন, ‘এমন দৃশ্য দেখে আমার খুব ভালো লেগেছে। এমন ব্যবস্থা করার কারণে ক্রেতারা জানতে পারবেন কীভাবে অল টাইমের পণ্য তৈরি হয়। কোন পণ্যে কী দেয়া হয় তাও জানতে পারবেন ক্রেতারা। বিশ্বাসের সঙ্গেই তারা অল টাইমের পণ্য ক্রয় করবেন।’
Advertisement
অপু বলেন, ‘আমি এখানে এসে অল টাইমের বিস্কুট খেয়ে দেখলাম। আমার কাছে বিস্কুট খুব মজার লেগেছে। এর আগে আমি অল টাইমের হানিকম্ব খেয়েছি। অল টাইমের এ পণ্যটি খুবই মজাদার।’
এর আগে গত সপ্তাহে অল টাইমের প্যাভিলিয়ন পরিদর্শনে আসে অভিনয়শিল্পী তৌসিফ মাহবুব, সাফা কবির, ফারিয়া, তাসনোভা এলভিন এবং শামিমা তুষ্টি।
প্যাভিলিয়নটিতে সেলিব্রেটিদের এমন আগমনে বেশ খুশি ক্রেতা-দর্শনার্থীরা। মিরপুর থেকে আসা রাবেয়া খাতুন বলেন, ‘অপু বিশ্বাস সম্পর্কে পত্রিকায় অনেক খবর পড়েছি। আজই প্রথম এ নায়িকাকে সামনাসামনি দেখলাম। খুব ভালো লাগছে।’
প্যাভিলিয়নটিতে আসা রোমেল নামের আর একজন বলেন, ‘মেলার আসল সৌন্দর্যই হলো এমন ব্যতিক্রম ধর্মী উদ্যোগ। এ ধরনের উদ্যোগ যত নেয়া হবে মেলার সৌন্দর্য ততো বেড়ে যাবে। বিনোদনের এমন ব্যবস্থা না থাকলে শুধু কেনাকাটায় এক ঘেয়েমি এসে যায়।’
Advertisement
এমএএস/এলএ/জেআইএম