সবার চোখ ছানাবড়া। এভাবেও কেউ আউট হয়! দক্ষিণ আফ্রিকান ওপেনার জিভশান পিলেরও বিশ্বাস হচ্ছিল না। কিন্তু আম্পায়ার আউট দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, সাজঘরে ফিরতে হবে পিলেকে।
Advertisement
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপপর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অদ্ভূত এক আউটের শিকার হয়েছেন দক্ষিণ আফ্রিকার পিলে। 'অবস্ট্রাকটিং দ্য ফিল্ড' মানে ফিল্ডিংয়ে বাধা দেয়ার আইনে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে তাকে।
মাউন্ট মুঙ্গানুইতে আসলে কি ঘটেছিল? স্ট্রাইকিং এন্ডে ব্যাট করছিলেন পিলে। বল করছিলেন ওয়েস্ট ইন্ডিজের পেসার জেরিয়ন হয়তে। তার একটি ডেলিভারি কাভার ড্রাইভ করেছিলেন পিলে। ঠিকভাবে লাগাতে পারেননি, প্যাডে লেগে বল স্ট্যাম্পের কাছে ছুটে যাচ্ছিল। পিলে ব্যাট দিয়ে বলটা থামিয়ে হাত দিয়ে পেছনে থাকা ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ও উইকেটরক্ষক এমানুয়েল স্টুয়ার্টের কাছে দেন।
এরপরই মাঠে দায়িত্বরত দুই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় স্টুয়ার্টকে। কয়েক মিনিট নিজেদের মধ্যে আলাপ আলোচনার পর পিলেকে আউট ঘোষণা করেন আম্পায়াররা। যে আউট নিয়ে ক্রিকেট বিশ্বে এখন তুমুল আলোচনা।
Advertisement
এমএমআর/জেআইএম