ঈদ ও পূজা সামনে রেখে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হচ্ছে শুক্রবার। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকেট বিক্রি চলবে। প্রথম দিন ঈদের ৫ দিন আগের টিকেট পাওয়া যাবে।চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ বা ৬ অক্টোবর পবিত্র ঈদুল আজহা পালিত হবে। অপরদিকে ৪ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের বিজয়া দশমী।বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তফাজ্জল হোসেন বৃহস্পতিবার বলেন, শুক্রবার সকাল থেকে ৫ দিন আগের টিকেট বিক্রি শুরু হবে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার অগ্রিম টিকেট বিক্রি হবে বলেও জানান তিনি।২৬ সেপ্টেম্বর থেকে ধারাবাহিকভাবে ১ থেকে ৫ অক্টোবরের টিকেট বিক্রি হবে জানিয়ে তিনি বলেন, ৩ অক্টোবর পাওয়া যাবে ৭ তারিখের ফিরতি টিকেট। অন্যান্য সময়ের মতো এবারো একজন চারটির বেশি অগ্রিম টিকেট পাবেন না।
Advertisement