সিরাজগঞ্জের বঙ্গবন্ধু যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কের মুলিবাড়িতে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, বগুড়ার শেরপুর উপজেলার শিমলা গ্রামের আবুল হোসেনের ছেলে বাবুল হোসেন (৩০), তার স্ত্রী মাহফুজা খাতুন (২৩) ও ছেলে। তাৎক্ষণিকভাবে বাবুল হোসেনের ছেলের নাম জানা যায়নি।বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনন্দ কুমার বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৫টার দিকে বাবুল মোটরসাইকেল যোগে টাঙ্গাইল থেকে স্ত্রী-ছেলেসহ ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে তার মোটরসাইকেলটি বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের মুলিবাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই বাবুল হোসেন ও তার স্ত্রী-ছেলে নিহত হন।তিনি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ঘাতক বাসটিকে পুলিশ হেফাজতে নেয়া হলে বাসের ড্রাইভার ও হেলপার পালিয়ে যায় বলেও জানান তিনি।প্রসঙ্গত, নিহত বাবুল হোসেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ টাঙ্গাইল শাখায় কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে তিনি স্ত্রী ও ছেলে নিয়ে বগুড়ার গ্রামের বাড়ি যাচ্ছিলেন। বাদল ভৌমিক/এআরএ/পিআর
Advertisement