খেলাধুলা

উড়ন্ত সূচনার পর ফিরলেন মিরে

বাংলাদেশের বিপক্ষের বাজেভাবে হারের পরই জিম্বাবুয়ে অধিনায়ক বলেছিলেন পরের ম্যাচে ঘুরে দাঁড়াবে তার দল। দ্বিতীয় ম্যাচে তার কথার প্রতিফলন দেখা যাচ্ছে। টস হেরে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দিয়েছেন দুই ওপেনার মাসাকাদজা ও মিরে। তবে এরপর সাজঘরে ফিরে গেছেন মিরে। সাজঘরে ফেরার আগে করেন ৩৪ রান।

Advertisement

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ৭৪ রান। মাসাকাদজা ৩৯ রান নিয়ে ব্যাট করছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন ক্রেইগ আরভিন।

টস হেরে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেন দুই ওপেনার মাসাকাদজা ও মিরে। প্রথম ওভার থেকেই রানের চাকা সচল রাখেন দুই তারকা। প্রথম দশ ওভারেই তুলে নেন ৬৪ রান। তাও কোন উইকেট না হারিয়ে।

শ্রীলঙ্কা একাদশ

Advertisement

উপল থারাঙ্গা, কুশল পেরেরা, দীনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, কুশল মেন্ডিস, আসলে গুনারত্নে, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়া, সুরাঙ্গা লাকমল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা।

জিম্বাবুয়ে একাদশ

হ্যামিল্টন মাসাকাদজা, সলোমন মিরে, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), ব্লেসিং মুজারাবানি, টেন্ডাই চাতারা, কাইল জার্ভিস।

এমআর/আইআই

Advertisement