খেলাধুলা

শ্রীলঙ্কার অনুশীলনে বোলিংও করলেন হাথুরু!

শ্রীলঙ্কা তার দেশ, একটা সময় দেশের হয়ে খেলেছেনও। নিজ দলের উন্নতির জন্য যা যা দরকার, সবই যেন করতে প্রস্তুত চন্ডিকা হাথুরুসিংহে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচের আগে আজ দলের অনুশীলনে বল করতেও দেখা গেল বাংলাদেশের সাবেক কোচকে।

Advertisement

নতুন বছর, নতুন অধিনায়ক, নতুন কোচ নিয়ে শুরু শ্রীলঙ্কার। হঠাৎ খাদের কিনারায় চলে যাওয়া লঙ্কানরা নতুন বছরটা নতুনভাবে শুরু করতে চায়। দলটির অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজও যেমন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বললেন, 'এটা নতুন বছর। ২০১৭ সালকে পেছনে ফেলে নতুন করে সব কিছু শুরু করতে চাই।'

নতুন এই শুরুতে ঘরের মানুষ হাথুরুসিংহেকে পেয়েছে শ্রীলঙ্কা। হাথুরু কড়া স্বভাবের মানুষ। কিছুটা কি চাপ থাকছে? লঙ্কান অধিনায়ক বললেন, 'না, না। আমরা খুবই নির্ভার।'

নির্ভার আসলে হাথুরুও। লঙ্কানরা তাকে বাংলাদেশ থেকে নিয়ে পূর্ণ স্বাধীনতা দিচ্ছে। হাথুরু নিজে থেকেও দলকে সাফল্য এনে দিকে বদ্ধপরিকর। অনুশীলনে দেখা গেল তারই ছাপ। বাংলাদেশের এই সাবেক কোচকে শিষ্যদের নিয়ে রীতিমত ঘাম ঝরালেন।

Advertisement

দাঁড়িয়ে দাঁড়িয়ে শিষ্যদের জ্ঞান দেয়া নয়, নিজেই বল হাতে তুলে নিলেন হাথুরু। বল করলেন ম্যাথিউজদের। হয়তো উত্তরসূরীদের এটাই বলছিলেন, 'তোমরা চাইলে আরও কিছুও করে দিতে পারি আমি।'

এমএমআর/আইআই