ঢাকাই ছবির ইন্ডাস্ট্রিতে রোমান্টিক ছবির নির্মাতা হিসেবে খ্যাত জাকির হোসেন রাজু। চলতি বছরে মুক্তি পেতে যাচ্ছে তার পরিচালনায় নতুন চলচ্চিত্র ‘ভালো থেকো’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন চিত্রনায়ক আরেফিন শুভ ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।
Advertisement
এরই মধ্যে ছবিটি সেন্সরে রয়েছে। দুই একদিনের মধ্যেই মিলবে ছাড়পত্র। তার আগেই ঘোষণা হলো মুক্তির তারিখ। আসছে ভালোবাসা দিবস উপলক্ষে সারা দেশে মুক্তি পাবে ‘ভালো থেকো।’
সিনেমাটির প্রযোজক জাহিদ হাসান অভি খবরটি নিশ্চিত করে বলেন, ‘সেন্সর বোর্ড থেকে আমরা সিনেমাটি প্রদর্শনের অনুমতি পেয়েছি। দু-একদিনের মধ্যে সেন্সর সার্টিফিকেট পেয়ে যাবো। সিনেমাটি ভালোবাসা দিবস উপলক্ষে শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে।’
শুভ-তানহা ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন কাজী হায়াৎ, আমজাদ হোসেন, অরুণা বিশ্বাস, রেবেকা, এম এ শহীদ। বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন আসিফ ইমরোজ।
Advertisement
‘ভালো থেকো’ নিয়ে পরিচালক জাকির হোসেন রাজু বলেন, ‘সিনেমাটি প্রেমের কথা বলবে, মানবতার কথা বলবে। মৌলিক গল্পের এই ছবি চাইলে সবাই একসঙ্গে বসে উপভোগ করতে পারবেন।’
২০১৬ সালের ২০ সেপ্টেম্বর এফডিসির ৮ নম্বর ফ্লোরে জমকালো মহরতের মধ্য দিয়ে ‘ভালো থেকো’র শুটিং শুরু হয়। সিনেমাটিতে গান রয়েছে চারটি। লিখেছেন জাকির হোসেন রাজু, জাহিদ হাসান অভি ও প্রিয় চট্টোপাধ্যায়। এর সংগীত পরিচালনা করেছেন শফিক তুহিন ও কলকাতার স্যাভি। বাংলাদেশ ছাড়াও নেপালে সিনেমাটির শুটিং হয়েছে।
এলএ/আইআই
Advertisement