ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করতে মনোনয়ন বোর্ডে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার রাত ৯টা ৪০ মিনিটে গুলশান কার্যালয়ে মনোনয়ন বোর্ডের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া। পদাধিকার বলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা মনোনয়ন বোর্ডের সদস্য হিসেবে আছেন।
Advertisement
বোর্ডে উপস্থিত রয়েছেন ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল ( অব) মাহবুবুর রহমান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী।
এদিকে রাত সাড়ে ৮টায় মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী পাঁচ প্রার্থী গুলশান কার্যালয়ে প্রবেশ করেন। তারা হলেন- দলের বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, সাবেক সাংসদ মেজর (অব) আখতারুজ্জামান, সহ-প্রকাশনাবিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ সুমন, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাউয়ুমের পক্ষে ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জু।
সূত্র জানায়, আগ্রহী প্রার্থীদের সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ডিএনসিসিতে দলের প্রার্থী চূড়ান্ত করবেন। প্রার্থীর নাম রাতেও ঘোষণা করা হতে পারে। মনোনয়ন বোর্ড শুরুতেই সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানিয়েছেন শাকিল ওয়াহেদকে। পৃথকপৃথকভাবে সবাইকে সাক্ষাৎকারে ডাকবে মনোনয়ন বোর্ড।
Advertisement
এমএম/জেডএ/আরআইপি