আন্তর্জাতিক

বাতিল হচ্ছে ডিভি লটারি!

যুক্তরাষ্ট্রের ডিভি (ডাইভারসিটি ভিসা) পদ্ধতি বাতিল করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেয়া এক টুইটে তিনি এ ইঙ্গিত দেন।

Advertisement

টুইটে অভিবাসন নীতিমালাতেও পরিবর্তন আনার কথা বলেছেন তিনি। ট্রাম্প লিখেছেন, একজন প্রেসিডেন্ট হিসেবে আমি চাই তারাই আমাদের দেশে আসুক যারা আমাদের শক্তিশালী ও আবারও মহান হতে সহায়তা করবে।

মার্কিন এ প্রেসিডেন্ট বলেন, মেধার ভিত্তিতে একটি ব্যবস্থাপনার মাধ্যমে আমাদের দেশে আসবে। আর কোনো লটারি নয়! সবার আগে আমেরিকা।

এর আগে গত নভেম্বরে দেশটির অভিবাসনবিষয়ক আইন কঠোর করার কথা জানান ডোনাল্ড ট্রাম্প। ওই সময় কংগ্রেসের কাছে ডাইভারসিটি ভিসা বাতিল করার জন্য আহ্বান জানান তিনি।

Advertisement

উল্লেখ্য, প্রত্যেক বছর ইউএস ডিপার্টমেন্ট অব স্টেট ডিভি কর্মসূচির আওতায় ১ লাখ থেকে সোয়া লাখ আবেদনকারীকে বিজয়ী হিসেবে ঘোষণা করে। এদের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে আশ্রয়ের জন্য ৫৫ হাজার অভিবাসীকে গ্রিন কার্ড (স্থায়ী বসবাসের সুযোগ) দেয়া হয়।

এসআইএস/আইআই