লাইফস্টাইল

অসুখ সারাতে তেজপাতার তেল

রান্নার স্বাদ ও গন্ধ বাড়াতে তেজপাতার ব্যবহার দীর্ঘদিনের। এর বাইরেও তেজপাতার রয়েছে অনেক স্বাস্থ্যগুণ। মাথা ও গাঁটের ব্যথা সারাতে অব্যর্থ তেজপাতা। সেই সঙ্গেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও স্নায়ুতন্ত্রকে শান্ত করতেও সাহায্য করে তেজপাতা।

Advertisement

আরও পড়ুন : এ সময়ের যত্ন

আগেকার দিনে বাড়িতে অপরিহার্য ছিল তেজপাতা তেল। নানা রকম অসুস্থতা ছাড়াও বাড়ির পরিবেশ দূষণমুক্ত ও শান্ত রাখতেও ব্যবহার করা হতো তেজপাতা। সনাতন সেই তেজপাতা তেল বাড়িতে বানিয়ে নিতে পারেন আপনিও।

যেভাবে বানাবেন : ২৫০ মিলি অলিভ অয়েল ও ৩০ গ্রাম তেজপাতা নিন। তেজপাতা গুঁড়ো করে অলিভ অয়েলে ভিজিয়ে রাখুন। এই মিশ্রণ কাচেপ জারে ঢেলে কোনও অন্ধকার জায়গায় ২ সপ্তাহ রেখে দিন।

Advertisement

আরও পড়ুন : সাদা পোশাকের দাগ তুলবেন যেভাবে

এ ২ সপ্তাহ জার বেশি নাড়াচাড়া করবেন না। শুধু মাঝে মাঝে ঝাঁকিয়ে নেবেন। ২ সপ্তাহ পর পাতলা কাপড়ে এই তেল ছেঁকে নিয়ে অন্য একটি পাত্রে ঢেলে ঠান্ডা কোনো জায়গায় রেখে দিন।

যখনই প্রয়োজন হবে ব্যথার জায়গায় এ তেল লাগিয়ে নিন।

এইচএন/আরআইপি

Advertisement