খেলাধুলা

জিম্বাবুয়েকে হারিয়ে শ্রীলঙ্কায় চোখ মাশরাফির

ত্রিদেশীয় সিরিজে শুরুটা একদম ফেবারিটের মতোই হয়েছে বাংলাদেশের। অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। দক্ষিণ আফ্রিকায় দুঃস্বপ্নের এক সফর কাটিয়ে আসার পর জয়ে ফেরাটাকে ভীষণ গুরুত্বপূর্ণ মনে করছেন দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। জিম্বাবুয়ে বধের পর এবার টুর্নামেন্টের আরেক দল শ্রীলঙ্কার দিকে চোখ দিচ্ছেন তিনি।

Advertisement

মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে দাপুটে জয়ই পেয়েছে বাংলাদেশ। সাকিব আল হাসান আর তামিম ইকবালের নৈপুন্যে ১২৯ বল হাতে রেখে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে টাইগাররা।

ম্যাচশেষে পুরস্কার বিতরনী মঞ্চে এসে এ জয়ে স্বস্তির কথাই জানালেন মাশরাফি বিন মর্তুজা। দক্ষিণ আফ্রিকায় দুঃসহ সফর থেকে ফিরে জয়ে ফেরার পর এখন আরেক প্রতিপক্ষ শ্রীলঙ্কার দিকে চোখ তার, 'দক্ষিণ আফ্রিকা সফর কঠিন ছিল। তাই ঘরে ফিরে জয় পাওয়াটা দারুণ ব্যাপার। আমাদের শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো খেলতে হবে।'

দলের জয়ে অবদান রাখা সবাইকেই একসঙ্গে প্রশংসায় ভাসালেন মাশরাফি। তিনি বলেন, 'বোলাররা ভালো করেছে। আমরা জানতাম, গত কয়েকদিনে সূর্য না উঠায় উইকেট একটা ভূমিকা রাখবে। সাকিব অসাধারণ। ১৭১ তাড়া করতে নেমে আমাদের একটি বা দুটি জুটি দরকার ছিল। আমরা সেটা পেয়েছি। তামিম দারুণ করেছে, এনামুলও। তিন নাম্বারে নেমে সাকিব ভালো ব্যাটিং করেছে। প্রথম জয় পাওয়াটা গুরুত্বপূর্ণ। আশা করি আমরা এ ধারা অব্যহত রাখতে পারব।'

Advertisement

এমএমআর/আরআইপি