লাইফস্টাইল

নতুন পোষাকের সঙ্গে এবার জুতা কেনার পালা

দরজায় কড়া নাড়ছে ঈদ। ইতোমধ্যে অধিকাংশ মানুষেরই নতুন পোষাক কেনা শেষ। এখন সেই পোষাকের সঙ্গে মিলিয়ে কিনছেন জুতা। বাজারে বিশেষ করে ছোটদের জুতা বিক্রি হচ্ছে প্রচুর। কারণ ছোটদের কাছে ঈদের আনন্দ ভিন্ন এক উৎসব হয়ে ধরা দেয়। আর সেই উৎসবে নতুন জুতা না হলে কি চলে ! আর নারীরা নতুন পোষাকের সঙ্গে মিলিয়ে জুতা পরবেন না- তাই বা হয় নাকি। আর ছেলেদের নতুন পাজামা-পঞ্জাবির সঙ্গে নতুন জুতা না হলে ঈদের আনন্দই পূর্ণতা পায় না। তাই ছোট-বড়, নারী-পুরুষ সবাই এখন জুতা কেনার জন্য ছুটছেন। সাধ্য অনুযায়ী কেউ কিনছেন ফুটপাত থেকে কেউ আবার আলো ঝলমলে কোনো শোরুম থেকে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন শপিংমল ও মার্কেটে ঘুরে দেখা গেছে, জুতার দোকানগুলোতে অনেক ভিড়। দাম একটু বেশি দিয়েও বড় বড় শপিং মল থেকে হাল ফ্যাশনের বিদেশি ব্র্যান্ডের জুতা ও স্যান্ডেল কিনছে মধ্য ও উচ্চবিত্ত শ্রেণির ক্রেতারা। বিক্রেতারা জানিয়েছেন, এবার ঈদ বাজারে চীন, থাইল্যান্ড, তাইওয়ান ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করা জুতা ও স্যান্ডেলের বিক্রি বেশি। বড় বড় শপিং মল থেকে ছোট আকারের মার্কেটগুলোতেও বিক্রি হচ্ছে এসব।রাজধানীর এলিফ্যান্ট রোড, নিউ মার্কেট, চাঁদনী চক, বসুন্ধরা সিটি, রাপা প্লাজা, বায়তুল মোকাররম, মেট্রো শপিং মল, জেনেটিক প্লাজা,  ফার্মগেট ও এলিফ্যান্ট রোডের বিভিন্ন  শোরুম ঘুরে এমন চিত্র দেখা গেছে। পৃথিবীর অনেক দেশে উৎসব উপলক্ষে বিভিন্ন পণ্যের দাম কমলেও বাংলাদেশে এর ব্যতিক্রম। এখানে যেকোনো উৎসবে সব পণ্যের দামই বেশি রাখা হয়। সেই হিসেবে ঈদের মৌসুমে জুতার দামও একটু বেশি। তবে ব্র্যান্ডের জুতার দাম খুব একটা বাড়ে না। বড়দের জুতার তুলনায় ছোটদের জুতার দাম বেড়ে যায় ঈদে। ব্র্যান্ডের এক জোড়া স্যান্ডেল পাওয়া যাবে ১০০০ টাকা থেকে ৪০০০ টাকায়। আর সাধারণ কোম্পানির স্যান্ডেল পাওয়া যাবে ৩০০ টাকা থেকে ১৫০০ টাকায়। আর সু’র দাম পড়বে ১২০০ টাকা থেকে ৫০০০ টাকা। মেয়েদের জুতাও পাওয়া যাবে ১৫০০ থেকে ৪০০০ টাকার মধ্যে। আর শিশুদের জুতা পাওয়া যাবে ৮০০ থেকে ৩০০০ টাকার মধ্যে। বসুন্ধরা শপিংমলে রয়েছে দেশি-বিদেশি নানা ব্র্যান্ডের জুতা। এখানে রয়েছে চীন ও ব্যাঙ্কক থেকে আসা বিভিন্ন ধরনের জুতা। বেশ চড়া দামে বিক্রি হচ্ছে এইসব জুতা। এ ছাড়া ফুটপাতগুলোর ডালায় স্থান পেয়েছে বাহারি সব চটি, স্যান্ডেল, কেডস ও সুসহ নানা ডিজাইনের জুতা। এগুলো দেখতে যেমন চকচকে, ডিজাইনও চোখে লাগার মতো। পল্টনের ফুটপাত থেকে জুতা কিনছিলেন মনির হোসেন। তিনি জাগো নিউজকে বলেন,  ফুটপাতের জুতার দাম কম হওয়ায় তিনি সেখান থেকে কিনছেন। বে এম্পোরিয়ামের বাড্ডা শোরুমের ম্যানেজার আবদুল করিম জানান, এ পর্যন্ত  ৫০০টির বেশি নতুন ডিজাইনের জুতা বাজারে এসেছে। দাম ২ হাজার ৬০০ থেকে ৬ হাজার টাকা। এলিফ্যান্ট রোডের অ্যাপেক্সের শোরুমে কথা হয় মালিবাগের বাসিন্দা শিখা পারভীনের সঙ্গে। তিনি জানান, নিজের জন্য এক জোড়া হিল  এবং বাচ্চাদের জন্য কেডস কিনেছেন। পোশাকের সঙ্গে ম্যাচিং করে জুতা কিনেছেন তিনি। তবে গতবারের তুলনায় এবার দাম একটু বেশিই বলে মনে হয়েছে তার কাছে।বাটার বসুন্ধরা শোরুমের সহকারী ম্যানেজার নাজমুল কবির বলেন,  ঈদ উপলক্ষে নতুন ডিজাইনের জুতা এনেছেন তারা। ছোটদের জন্য আনা জুতাগুলোই বেশি চলছে বলে জানান তিনি।এইচএস/এসকেডি/পিআর

Advertisement