বিনোদন

শ্রাবন্তীর বিনিময়ে পরীমনি

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জির ‘জিও পাগলা’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তি (সাফটা) আওতায় ছবিটি মুক্তি পাচ্ছে এ দেশে। বাংলাদেশে ছবিটি আনছে ‘খান ব্রাদার্স’। অর্থাৎ সাফটা চুক্তির ভিত্তিতে বাংলাদেশে আসছে শ্রাবন্তীর ছবি।

Advertisement

আগামী ১৯ জানুয়ারি বাংলাদেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে রবি কিনাগীর ‘জিও পাগলা’। এর বিপরীতে সাইমন-পরীমনি অভিনীত ‘পুড়ে যায় মন’ ছবিটি কলকাতায় নিয়ে যাচ্ছে জে কে এন্টারটেইনমেন্ট। অপূর্ব রানা পরিচালিত এই ছবি ২০১৬ সালের শেষের দিকে মুক্তি পায়। এটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছে। তবে ছবিটি কলকাতায় কবে মুক্তি পাচ্ছে তা এখনো জানা যায়নি।

প্রতিষ্ঠানটির পক্ষে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘রবি কিনাগি পরিচালিত জিও পাগলা একাধিক শিল্পীর ছবি। কিছুদিন আগে এটি কলকাতায় মুক্তি পেয়েছিল। দর্শকেরা পছন্দ করেছেন ছবিটি। আশা করছি বাংলাদেশেও ভালো যাবে ছবিটি।’

‘পুড়ে যায় মন’ ছবিটির ব্যাপারে তিনি বলেন, ‘এই ছবিটি কবে সেখানে মুক্তি পাবে সেটি সম্পূর্ণই নির্ভর করে যারা এই ছবিটি নিচ্ছে। কয়টি হলে মুক্তি দেবে, প্রচারণার কী ধরন হবে তাও তাদের মনের নিজস্ব ব্যাপার। আমরা ‘জিও পাগলা’ ছবিটির ব্যবসায়িক সাফল্যের প্রত্যাশায়।’

Advertisement

এলএ/এমএস