আন্তর্জাতিক

পেরুতে ভূমিকম্পের আঘাতে ২ জনের মৃত্যু

পেরুতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশের দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে দুইজন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছে। ভূমিকম্পের আঘাতে বেশ কিছু বাড়ি-ঘর এবং রাস্তা-ঘাটও ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর আল জাজিরা।

Advertisement

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ৯টা ১৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। পেরুর আরেকুইপার আকারি শহর থেকে ৪০ কিলোমিটার দূরবর্তী এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

আরেকুইপার গভর্নর ইয়ামিলা ওসোরিও জানিয়েছেন, ভূমিকম্পে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে। এক টুইট বার্তায় তিনি বলেন, কমপক্ষে ২০ জন আহত হয়ে সেবা গ্রহণ করছেন।

বেলা শহরে ভবনধসে পড়ার ঘটনায় আরও একজন নিহত হয়েছে বলে জানিয়েছেন তিনি। ভূমিকম্পের পর বেশ কিছু শহর বিদ্যুৎবিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

Advertisement

এর আগে ১৯৯৬, ২০০১, ২০০৭ এবং ২০১৩ সালেও ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। ২০০৭ সালের শক্তিশালী ভূমিকম্পে পাঁচ শতাধিক মানুষ নিহত এবং আরও ১৩শ মানুষ আহত হয়। এছাড়া কয়েক হাজার মানুষ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়।

টিটিএন/জেআইএম