পাঁজরে চোটের কারণে ছিলেন না দলের সেরা তারকা নেইমার। তবে এরপরও জয় পেতে সমস্যা হয়নি পিএসজির। আর্জেন্টাই তারকা ডি মারিয়ার দেওয়া একমাত্র গোলে নঁতের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়ে উনাই এমেরির দল।
Advertisement
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের করে নিয়ে খেলতে থাকে পিএসজি। এরই ধারাবাহিকতায় ম্যাচের ১২ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ডি মারিয়া। বাঁ দিক দিয়ে কাভানি বাড়ানো বল জালে জড়ান আর্জেন্টাইন এই মিডফিল্ডার। বিরতির আগে আরও কয়েকটি আক্রমণ করলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।
বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে পিএসজি। ম্যাচের ৫৬ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ডি মারিয়া। তবে ডান দিক থেকে এমবাপের বাড়ানো ক্রসে ডি মারিয়ার শট লক্ষ্যভ্রষ্ট হয়। চার মিনিট পর সালার হেড জালে জড়ালে সমতায় ফেরার উচ্ছ্বাসে মাতে নঁত। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি।
বাকি সময় আর কোন গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে প্যারিস সেন্ট জার্মেই। এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুদ হল দলটির।
Advertisement
এমআর/জেআইএম