জাতীয়

গাড়ি চালানোর সময় ফোনে কথা বলায় ৫২ চালককে মামলা

গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ চালকের অমনোযোগিতা। আর এ অমনোযোগিতার পেছনের কারণ হচ্ছে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা অথবা কানে হেডফোন লাগিয়ে গান শোনা। দুর্ঘটনার হার কমাতে এসব চালকের বিরুদ্ধে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এ অপরাধে রাজধানীতে গতকাল শনিবার ৫২ চালকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে।

Advertisement

শনিবার দিনভর অভিযান চালিয়ে তাদের শনাক্ত করে মামলা দেয়া হয়।

ডিএমপি সূত্রে জানা গেছে, ডিএমপির ট্রাফিক বিভাগ গাড়ি চালানোর সময় মোবাইল বা হেডফোন ব্যবহারকারী ৫২ চালকের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এছাড়াও হাইড্রোলিক হর্ন ব্যবহার করার দায়ে ৬০, হুটার বা বিকনলাইট ব্যবহারের জন্য ৪, পুলিশ স্টিকার ব্যবহার করার জন্য ৬, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৯ ও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৩৭টি গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।এছাড়াও মোটরসাইকেলের বিরুদ্ধে ৪১৭টি মামলা ও ৯টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

শনিবার ট্রাফিক আইন অমান্যের জন্য সর্বমোট ২ হাজার ৪৬টি মামলায় ১২ লাখ ৭১ হাজার ৭১০ টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে ৩৪টি গাড়ি ডাম্পিং ও ৩৫৩টি গাড়ি রেকার করা হয়।

Advertisement

এআর/এআরএস/জেআইএম