কালো চশমা নামিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেশের উন্নয়ন দেখার অনুরোধ করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। রোববার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
Advertisement
বর্তমান সরকারের চার বছর পূর্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের বিষয়ে এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ভাষণে চলমান সংকটের কোনো দিক-নির্দেশনা নেই। নির্বাচকালীন সরকারের বিষয়ে স্পষ্টতা নেই। সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বলেছেন পরিসংখ্যানের তেলেসমাতি।
তথ্যমন্ত্রী বলেন, ‘উন্নয়নের বিস্তারিত খতিয়ান প্রধানমন্ত্রীর ভাষণে আছে। আমি শুধু বলব, কালো কাঁচের ভেতরে বসে কালো চশমায় উন্নয়ন দেখতে পারছেন না খালেদা জিয়া। কালো কাঁচ সরিয়ে কালো চশমা নামিয়ে বাংলাদেশের দিকে তাকান, গণমাধ্যমের ওপর চোখ রাখুন উন্নয়ন দেখতে পাবেন।’
তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে কোনো সংকট নেই। রাজনৈতিক ও সাংবিধানিক সংকটও নেই। তবে গণতন্ত্রবিরোধী শক্তির সন্ত্রাসবাদী কর্মকাণ্ড ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসবাদী কর্মকাণ্ড এবং জঙ্গি-সন্ত্রাসবাদী মহলের সঙ্গে বিএনপির গাঁটছড়া গণতান্ত্রিক রাজনীতির জন্য হুমকি স্বরূপ। এটাই একটা রাজনৈতিক সমস্যা। এ হুমকি মোকাবেলার জন্য একটি জাতীয় ঐক্য দরকার, জাতীয় সিদ্ধান্ত দরকার।’
Advertisement
‘বিএনপি-জামায়াত নির্বাচনের সংকট নিয়ে যে উছিলা তৈরি করেছেন সংলাপের নামে সহায়ক সরকারের প্রস্তাবের নামে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে আড়াল এবং হালাল করার অপপ্রয়াসে লিপ্ত রয়েছে। সুতরাং নির্বাচনী গণতন্ত্র, সংলাপ ও সহায়ক সরকারের মুখোশ পড়ে বিএনপি আসলে নির্বাচন বানচালের একটা চক্রান্তের জাল বিস্তার করে চলেছে’ বলেন জাসদ একাংশের সভাপতি ইনু।
নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই- মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার কেমন হবে সে বিষয়ে সংবিধানে কোনো অস্পষ্টতা নেই।’
নির্বাচন নিয়ে কোনো সাংবিধানিক প্রস্তাব ৯ বছরে বিএনপি দিতে পারেনি দাবি করে মন্ত্রী বলেন, ‘শুধুমাত্র আগামী একটি নির্বাচনের জন্য আলোচনার প্রস্তাবটা কার্যত কালক্ষেপণের নীতি অনুসরণ করা অস্থিরতা তৈরি করা এবং সংকট তৈরি করার একটা অপকৌশল মাত্র। সংলাপের বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা আজ পর্যন্ত বিএনপি হাজির করতে পারেনি।’
বিএনপির সহায়ক সরকারের প্রস্তাবও অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার অপকৌশল বলে মন্তব্য করেন হাসানুল হক ইনু।
Advertisement
আরএমএম/জেএইচ/আইআই