বরিশালের গৌরনদী উপজেলার টরকী এলাকায় বরিশাল-ঢাকা মহাসড়কে সৃষ্টি হওয়া যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণ না করায় গৌরনদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওসি সাজ্জাদ হোসেনকে থানা থেকে প্রত্যাহার করে বরিশাল পুলিশ লাইন্সে অর্ন্তভুক্ত করার নির্দেশ দেয়া হয়।বরিশাল রেঞ্জের ডিআইজি মো. হুমায়ুন কবির জনান, ঈদ উপলক্ষে মানুষ ঘরে ফিরবে বলে মহাসড়ক যানজট মুক্ত রাখতে জেলা পুলিশকে আগে থেকেই নির্দেশ দেয়া হয়েছে। অথচ বেলা সাড়ে ১১টায় গৌরনদী উপজেলার টরকী বন্দরে বিআরটিসি বাস দুর্ঘটনার কবলে পড়লে সেটি সড়কে উপরেই পড়ে থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। সরেজমিনে ঘটনাস্থলে গেলে সেখানে তিনি কোনো পুলিশকে দেখতে পাননি। এজন্য দায়িত্ব অবহেলার কারণে গৌরনদী থানার ওসি সাজ্জাদ হোসেনকে তিনি পুলিশ লাইন্সে ক্লোজড করার নির্দেশ দিয়েছেন।সাইফ আমীন/এসএস/আরআই
Advertisement