খেলাধুলা

ম্যাথিউজের চোখে হাথুরু 'কঠোর' নন

বাংলাদেশের কোচ থাকার সময় চন্ডিকা হাথুরুসিংহেকে নিয়ে অনেক কথা শোনা গেছে। অনেক সময়ই নাকি খেলোয়াড়দের সঙ্গে কঠোর আচরণ করতেন তিনি। খেলা চলার সময় কোনো ব্যাটসমান বা বোলারের ভুলে তাকে রেগে যেতে দেখেছেন দর্শকরাও। তবে শ্রীলঙ্কার দায়িত্ব নেয়া এই কোচকে ততটা কঠোর মনে করছেন না দলটির ওয়ানডে অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

Advertisement

একটা সময় শ্রীলঙ্কা দলে খেলেছেন, সহকারী কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। হাথুরুসিংহে তাই লঙ্কান দল সম্পর্কে ভালোভাবেই জানেন। এই ব্যাপারটাকে ইতিবাচক হিসেবে দেখছেন ম্যাথিউজ।

লঙ্কান ওয়ানডে অধিনায়ক জানিয়েছেন, নতুন কোচের সঙ্গে জুটি বাঁধতে মুখিয়ে আছেন তিনি, 'আমি হাথুরুসিংহেকে গত দশ বা তার বেশি বছর ধরে চিনি। তার কাজ করার একটা নিজস্ব ধরণ আছে। তিনি কঠোর নন, তবে কখনও হতে পারেন। মাত্র তো শুরু করলেন। তিনি আমাদের খেলোয়াড়দের ভেতর-বাহির জানেন। তার সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।'

মাস ছয়েক আগে দলের ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অধিনায়কের দায়িত্ব থেকে সরে গিয়েছিলেন ম্যাথিউজ। তিনিই আবার ফিরলেন স্বপদে। নতুনভাবে ফেরার অনুভূতিটা কেমন? ম্যাথিউজ বললেন, 'কোচ, এসএলসির (শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড) সভাপতি এবং নির্বাচকরা আমাকে ফিরতে বলেছেন। আমরা সবাই মিলেই সিদ্ধান্তটা নিয়েছি। আমি ফিরতে পেরে খুব খুশি। কখনও আশা করিনি। তবে এখন সামনে দিকে তাকিয়ে আছি।'

Advertisement

এমএমআর/জেআইএম