অর্থনীতি

ডিএসই-৩০ সূচকে তিন কোম্পানি রদবদল

নিয়মিত সূচক পুনঃগণনার অংশ হিসেবে ব্লুচিপ সূচক ‘ডিএসই-৩০’ পুনঃসমন্বয় করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

Advertisement

এতে এই সূ্চকে নতুন করে যুক্ত হয়েছে একটি ব্যাংকসহ তিনটি প্রতিষ্ঠান। অপরদিকে সূচকটি থেকে বাদ পড়েছে একটি ব্যাংকসহ তিনটি কোম্পানি।

আগামী ২১ জানুয়ারি থেকে এ পরিবর্তন কার্যকর হবে বলে রোববার ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ডিএসই জানায়, নির্ধারিত শর্ত পূরণ করে অর্ধবার্ষিক পুনঃগণনায় নির্বাচিত কোম্পানিগুলোর সূচক ‘ডিএসই-৩০’-এ জায়গা করে নিয়েছে ৩টি কোম্পানি।

Advertisement

কোম্পানি তিনটি হলো- ইষ্টার্ণ ব্যাংক লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড এবং সিঙ্গার বাংলাদেশ লিমিটেড।

অপরদিকে শর্তপূরণে ব্যর্থ হওয়ায় ডিএসই-৩০ থেকে বাদ পড়েছে বাংলাদেশ সাবমেরিন কেবলস কোম্পানি লিমিটেড, পূবালী ব্যাংক এবং যমুনা অয়েল কোম্পানি লিমিটেড।

এমএএস/এমএমজেড/পিআর

Advertisement