বিনোদন

গায়িকা অপি করিম

মডেল হিসেবে শোবিজে পা রেখেছিলেন দর্শকনন্দিনী অপি করিম। তবে শিল্প সংস্কৃতির সাথে তার সখ্যতা মঞ্চ নাটকের হাত ধরেই। স্বভাবতই অভিনয় করতে এসে নাম করেছেন তিনি।এজন নৃত্যশিল্পী অপি করিমের গ্রহণযোগ্যতাও কম নয় আমাদের মিডিয়াতে। জনপ্রিয়তা পেয়েছেন উপস্থাপনা করেও। পাশাপাশি পড়াশোনার সুবাদে একজন নকাশবিদ হিসেবেও সুনাম রয়েছে এই অভিনেত্রীর।এবার পাওয়া গেল আরো এক নতুন পরিচয়। সেটি হলো গাইতেও পারেন অপি! না, চমকে যাবার কিছু নেই। আসছে ঈদে সাগর জাহান পরিচালিত ঈদের বিশেষ নাটক ‘এ শহর মাধবীলতার না’ নাটকে অভিনয়ের পাশাপশি এর শীর্ষ সঙ্গীতেও শোনা যাবে সঙ্গীত শিল্পী অপির কণ্ঠ।‘ধুলোপড়া সময়’ শিরোনামের এ গানটিতে কন্ঠ দেওয়া প্রসঙ্গে অপি করিম বললেন, ‘গান আমি ভালোবাসি শুনতেই। কখনো গাইতে হবে এমনটি ভাবিনি। তবে চর্চা আছে মঞ্চ নাটকের সুবাদে। সাগর জাহানের অনুরোধে এই গানটি গেয়েছি। কেমন গেয়েছি সেটা দর্শকরাই বিচার করবেন। আমি শুধু বলবো নতুন এই কাজটি বেশ উপভোগ করেছি।’এদিকে সাগর জাহান জানালেন, ঈদের তৃতীয় দিন রাত ৮টায় বাংলাভিশনে প্রচারিত হবে ‘এ শহর মাধবীলতার না’ নাটকটি। এখানে অপির বিপরীতে কাজ করেছেন আনিসুর রহমান মিলন।এলএ/আরআই

Advertisement