আসন্ন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) উপ-নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম কিনেছেন সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান ও ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।
Advertisement
রোববার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে মনোনয়ন কেনেন তারা। এর আগে সকালে বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ মনোননয়ন কেনেন।
মনোনয়ন ফরম নেয়ার পর আখতারুজ্জামান বলেন, প্রথমে শুকরিয়া আদায় করছি পরম করুণাময় আল্লাহ তাঅালার নিকট তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন বিএনপির মনোনয়ন কেনার জন্য। ধন্যবাদ জানাচ্ছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিনি আমাকে অনুমতি দিয়েছেন মনোনয়নপত্র জমা দেয়ার জন্য। আজকে পরিবর্তনের সময় আসছে। আমরা আগেও বলেছি ২০১৮ সাল পরিবর্তনের বছর। পরিবর্তন হবেই হতে হবে।
মনোনয়ন না পেলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি।
Advertisement
এদিকে দেশের বাইরে অবস্থান করার কারণে এম এ কাইয়ুমের পক্ষে মনোনয়ন ফরম কেনেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বজলুল বাসিত আঞ্জুম।
বিএনপির এই মনোনয়ন ফরম ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। আগামীকাল (সোমবার) বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন জমা দিতে হবে।
এমএম/বিএ/আইআই
Advertisement