দেশজুড়ে

সহকারী কমিশনারের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ

একদিন পরেই দশম শ্রেণির ছাত্রী আকতার বানুর (১৫) বিয়ে। বাড়িতে নতুন অতিথিদের আনাগোনা। ধুমধাম করে চলছে বিয়ের আয়োজন। তবে বিয়ের খবর পৌঁছে যায় প্রশাসনের কাছে। ফলে স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধে পদক্ষেপ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান।

Advertisement

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁর মহাদেবপুর উপজেলায় খাঁজুর ইউনিয়নের দক্ষিণ উড়াও গ্রামে এ ঘটনা ঘটে।

আকতার বানু ওই গ্রামের আতোয়ার রহমানের মেয়ে এবং উপজেলার বন্দরনগর কারিগরী বালিকা উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির ছাত্রী। তার রোল নম্বর ১।

আকতার বানু বলে, বিয়েতে আমার মত ছিল না। আমি আরও পড়াশোনা করতে চাই। কিন্তু বাড়ি থেকে এক প্রকার জোর করেই বিয়ে দেয়া হচ্ছিল।

Advertisement

মহাদেবপুর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান বলেন, আগামী সোমবার মেয়েটির বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে শনিবার ঘটনাস্থলে থানা পুলিশের এএসআই আবু বক্কর সিদ্দীকসহ সঙ্গীয় ফোর্স গিয়ে মেয়ের বাবা আতোয়ার রহমানকে আটক করে নিয়ে আসে। এরপর মেয়েকে ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার বিষয়ে মুচলেকা নিয়ে আতোয়ার রহমানকে ছেড়ে দেয়া হয়।

ইউসুফ দেওয়ান রাজু/আরএআর/আরআইপি