কুমিল্লায় দুর্ঘটনাকবলিত ডেমু ট্রেন উদ্ধারের পর সাড়ে ৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে ডেমু ট্রেনটি উদ্ধারের পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
Advertisement
ঘটনাস্থল থেকে রেলওয়ের সিনিয়র উপ-সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, ডেমু ট্রেনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হওয়ার পর লাকসাম থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ১২টার দিকে উদ্ধার অভিযান শুরুর পর বিকেল ৩টার দিকে উদ্ধার কাজ শেষ হয়।
ওই দুর্ঘটনার ফলে কুমিল্লা, ময়নামতি, আখাউড়া ও লাকসামসহ বিভিন্ন স্টেশনে আটকা পড়া ট্রেনগুলো গন্তব্যের উদ্দ্যেশে রওয়ানা দিয়েছে বলেও জানান তিনি।
এর আগে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আখাউড়া থেকে যাত্রীবাহী একটি ডেমু ট্রেন কুমিল্লা আসার পথে বানাসোয়া রেলক্রসিং এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
Advertisement
এতে ডেমু ট্রেনের একটি বগির ৮টি চাকা লাইনচ্যুত হয়ে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় বিভিন্ন স্টেশনে আটকা পড়া যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
মো. কামাল উদ্দিন/এএম/জেআইএম