বান্দরবানে মহিলা বিষয়ক অধিদফতরের কর্মজীবী ল্যাকট্রেটিং মাদার সহায়তা কর্মসূচির আওতায় এক হাজার উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ চেক বিতরণ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিজানুর রহমান, পৌর মেয়র জাবেদ রেজাসহ আরো অনেকে। প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, যে জাতির মায়েরা সুস্বাস্থ্যের অধিকারী হয় সে জাতি তত উন্নত হবে, শিক্ষিত হবে।এসময় এক হাজার মায়ের মাঝে চেক বিতরণ করা হয়। প্রতি ৬ মাস অন্তর তিন হাজার টাকা করে দুই বছর পর্যন্ত প্রত্যেক উপকারভোগী মাকে এ টাকা প্রদান করা হবে।সৈকত দাশ/এসএস/আরআই
Advertisement