আজ (শনিবার) বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বৈঠকেই ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উপ-নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করা হবে।
Advertisement
রাত সাড়ে ৮ টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত মঙ্গলবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন শনিবার স্থায়ী কমিটির বৈঠকের পর ডিএনসিসির মেয়র পদে উপ-নির্বাচনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
ঢাকা উত্তর সিটির উপ-নির্বাচনে বিএনপি থেকে মেয়র পদে নির্বাচন করার ইচ্ছে প্রকাশ করছেন ৩ জন। তারা হলেন, ব্যবসায়ী আব্দুল আওয়াল মিন্টুর ছেলে তাবিথ আওয়াল, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির আরেক সদস্য শাকিল ওয়াহিদ।
Advertisement
দলীয় সূত্রে জানা গেছে আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়া প্রার্থী চূড়ান্ত করবেন। ওই বৈঠক শেষে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ডিএনসিসির উপ-নির্বাচনে মেয়র প্রার্থীর নাম ঘোষণা করতে পারে বিএনপি।
এমএম/এমএমজেড/আরআইপি