খেলাধুলা

ঢাকা পৌঁছেছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা

বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে আগামী ১৫ জানুয়ারি মাঠে গড়াচ্ছে ত্রিদেশীয় সিরিজ। সিরিজের আরেক দল শ্রীলঙ্কা। এই সিরিজে অংশ নিতে আজ (শনিবার) সকালে ঢাকায় পৌঁছেছে হাথুরুসিংহের শ্রীলঙ্কা ক্রিকেট দল।

Advertisement

শ্রীলঙ্কা ক্রিকেট দল সকাল ১১টা ৫৫ মিনিটে ঢাকা এসে পৌঁছায়। এর আগে গতকাল (শুক্রবার) কয়েকভাগে জিম্বাবুয়ে দল ঢাকায় এসেছে।

ত্রিদেশীয় সিরিজের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে দুপুর বারোটায়। ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ২৭ জানুয়ারি।

এদিকে ত্রিদেশীয় সিরিজ শেষে বাংলাদেশের বিপক্ষে দুটি করে টেস্ট ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। গত অক্টোবরে বাংলাদেশের কোচ পদ থেকে পদত্যাগ করে শ্রীলঙ্কা দলের দায়িত্ব নেওয়ার পর প্রথম পূর্ণাঙ্গ সিরিজে তার সাবেক শিষ্যদেরই প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন হাথুরুসিংহে।

Advertisement

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার স্কোয়াডঃ অ্যাঞ্জেলো ম্যাথিউজ (অধিনায়ক), উপল থারাঙ্গা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নিরোশান ডিকওয়েলা, থিসারা পেরেরা, আসেলা গুনারত্নে, সুরঙ্গা লাকমল, নুয়ান প্রদীপ, দীনেশ চান্ডিমাল, দুশমন্ত চামিরা, শিহান মাদুশাঙ্কা, আকিলা ধনঞ্জয়া, লক্ষ্মণ সান্দাকান, ওয়ানিন্দু হাসারাঙ্গা।

শ্রীলঙ্কার টেস্ট স্কোয়াডঃ দীনেশ চান্দিমাল (অধিনায়ক), দিমুথ করুনারত্নে, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দানুষ্কা গুণথিলাকা, কুশল মেন্ডিস, ধনঞ্জয় ডি সিলভা, নিরোশন ডিকওয়েলা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরাঙ্গা লাকমল, দিলরুয়ান পেরেরা, দুষ্মন্ত চামিরা, আকিলা ধনঞ্জয়া, লাহিরু গ্যামেজ, লাহিরু কুমারা।

এমআর/এমএস

Advertisement