ধর্ম

থাইল্যান্ডে জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

থাইল্যান্ডে জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

পবিত্র কুরআনুল কারিমের প্রতি যুবকদের ভালোবাসা সৃষ্টির লক্ষ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ থাইল্যান্ডে আয়োজন করা জাতীয় কুরআন হেফজ প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় ৯৫জন হাফেজ অংশগ্রহণ করে।

Advertisement

থাইল্যান্ডের ২০টি কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতাটি থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় ‘হাট ইয়াই’ শহরের বিশ্ব আঞ্জুমান সংস্থার ‘আর-রাহমাত’ সেন্টারে অনুষ্ঠিত হয়।

কুরআন হেফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ ৯৫ জন শিক্ষার্থী মোট ৫টি বিভাগে অংশগ্রহণ করে। এদের মধ্যে ১৮ জন প্রতিযোগিতার শীর্ষস্থানে উত্তীর্ণ হয়।

কুয়েতের ‘এসলাহ ইজতেমায়ী’-এর অন্তর্ভূক্ত বিশ্ব আঞ্জুমান সংস্থা ‘আর-রাহমাত’ এর তত্ত্বাবধানে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

Advertisement

কুরআনের হেফজ প্রতিযোগিতা আয়োজনের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে থাইল্যান্ডের বিশ্ব আঞ্জুমান সংস্থা ‘আর-রাহমাত’-এর প্রধান আলী রাশেদ জানান, ‘পবিত্র কুরআনের প্রতি যুবকদের ভালোবাসা সৃষ্টি করাই হলো এ প্রতিযোগিতার মূল্য উদ্দেশ্য। তাদের হৃদয়কে কুরআনের আলোতে আলোকিত করতে এবং কুরআনের শিক্ষা ও হেফজের প্রতি আগ্রহী করার মাধ্যমৈ কুরআন হেফজ সেন্টার ও মাদ্রাসাসমূহ সক্রিয় করা।

উল্লেখ্য যে, ‘বিশ্ব আঞ্জুমান সংস্থা ‘আর-রাহমাত’ একটি দাতব্য প্রতিষ্ঠান। এ দাতব্য প্রতিষ্ঠানটি বিশ্বের ৪২টি দেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এমএমএস/এমএস

Advertisement