বৃহস্পতিবার ভোরে ভৈরবে ভারত থেকে আমদানিকৃত নিষিদ্ধ ৪১৮ বোতল ফেনসিডিল ও একটি প্রাইভেটকারসহ সোহাগ মিয়া নামের যুবককে আটক করেছে র্যাব। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কে প্রাইভেটকার ভর্তি ৪১৮ বোতল ফেনসিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে র্যাব তাদেরকে আটকের চেষ্টা করে।মাদক ভর্তি গাড়িটি চলন্ত অবস্থায় র্যাবের উপস্থিতি টের পেয়ে আশুগঞ্জের ভবানিপুর গ্রামের দিকে পালিয়ে যায়। পরে তাদেরকে গাড়ি ভর্তি মাদকসহ তাড়া করে আটক করা হয়। এসময় প্রাইভেট কারে থাকা ৩ জন পালিয়ে গেলেও সোহাগ মিয়া নামের চালককে আটক করে র্যাব।আসাদুজ্জামান ফারুক/এমজেড/আরআইপি
Advertisement