ঝালকাঠির নলছিটিতে ভিজিএফের চাল চুরির অভিযোগে সিদ্ধকাঠী ইউনিয়নের চেয়ারম্যান ও জেলা বিএনপির সহসভাপতি নুরুল আলম গিয়াস মাঝি ও ইউপি সচিব সাইফুল ইসলামকে জেলে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ভিজিএফের এ চাল আত্মসাতের অভিযোগ এনে বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান, সচিবকে আটকের পর তাদের সঙ্গে দুই ইউপি সদস্যকে আসামি করে পুলিশ বাদী হয়ে নলছিটি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করে। পরে বুধবার বেলা ১২টায় নলছিটি থানা পুলিশ আটককৃতদের ঝালকাঠি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলা সূত্রে জানা গেছে, ঈদুল ফিতর উপলক্ষে উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ৯৭৫টি কার্ডের মাধ্যমে প্রত্যেকে ১০ কেজি হিসাবে চাল দেয়ার জন্য ভিজিএফের ১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়। তবে কাগজে কলমে ৯৩৭ জনের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ দেখানো হলেও বাস্তবে কার্ডপ্রাপ্ত ইউনিয়নের দুস্থ ও অসহায় মানুষদের কার্ড প্রতি ৫/৬ কেজি করে চাল বিতরণ করা হয় বলে চাল প্রাপ্তরা অভিযোগে জানান। আর এভাবে বরাদ্দকৃত ১০ মেট্রিকটন চাল দিয়ে ১৭ বস্তা (৮৫০ কেজি) চাল ইউপি মেম্বর মজিবুর মাঝি, খলিলুর রহমান ও ইউপি সচিব সাইফুল ইসলামের যোগসাজসে ইউপি চেয়ারম্যান গিয়াস মাঝি আত্মসাৎ করেন বলে জানা গেছে।স্থানীয় ভুক্তভোগীরা অভিযোগ করেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল বিতরণে স্বচ্ছতা ও তদারকির জন্য ত্রাণ তদারকি কর্মকর্তার (ট্যাগ অফিসার) দায়িত্বপ্রাপ্ত উপজেলা সমাজসেবা অফিসের মাঠকর্মী নুরুন নাহার উপস্থিত থাকার কথা থাকলেও রহস্যজনক কারণে তিনি অনুপস্থিত ছিলেন।এমজেড/আরআইপি
Advertisement