বিপুল উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে সুষ্ঠুভাবে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের জন্য রাঙামাটি শহরে কঠোর নিরাপত্তা ব্যবস্থাসহ সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে প্রশাসন। উৎসবে শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শহরে বিভন্ন স্তরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর টহল জোরদার রাখা হবে।ঈদের দিন সকালে শহরের পাঁচ স্থানে ঈদ জামায়াত অনুষ্ঠিত হবে। এছাড়া শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ দিতে বিদ্যুৎ বিতরণ বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে। ঈদ উদযাপনের লক্ষে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় জেলা প্রশাসন এসব সিদ্ধান্ত নিয়েছেন।জেলা প্রশাসক মো. সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় শহরে পাঁচ স্থানে কেন্দ্রীয় ঈদ জামায়াত অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেগুলো হচ্ছে তবলছড়ি কেন্দ্রীয় ঈদ জামায়াত, রিজার্ভবাজার পুরাতন কোর্টবিল্ডিং ঈদ জামায়াত, বনরূপা আদালত ভবন ঈদ জামায়াত, ভেদভেদী আমানতবাগ মাঠ ঈদ জামায়াত ও পুরাণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ঈদ জামায়াত।এদিকে রাঙ্গামাটির নারী সাংসদ ফিরোজা বেগম চিনু, জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন, রাঙ্গামাটি রিজিয়ন সদর দফতর ও পৌরসভা মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টোসহ গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কর্তৃপক্ষ সর্বস্তরের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা ওরফে সন্তু লারমা, রাঙ্গামাটির এমপি ঊষাতন তালুকদার, সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট দীপেন দেওয়ানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের নেতারা ঈদ উপলক্ষে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন।সুশীল প্রসাদ চাকমা/এমজেড/আরআই
Advertisement