অর্থনীতি

বিআরবি হাসপাতালের ফ্রি চিকিৎসা

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনার্থীদের ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে বিআরবি হাসপাতাল লিমিটেড। প্রতিদিন মেলায় সমাগম হচ্ছেন হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী। এতো মানুষের ভিড়ে কেউ অসুস্থ বা আহত হলে দ্রুত চিকিৎসা দিতেই এ ব্যবস্থা রাখা।

Advertisement

মেলায় এসে ফ্রি চিকিৎসা পেয়ে স্বস্তিতে দর্শনার্থীরাও। রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী ২৩তম বাণিজ্য মেলার প্রধান গেট দিয়ে পশ্চিম পাশে ৮/এ প্রিমিয়ার মিনি প্যাভিলিয়নে দেয়া হচ্ছে ফ্রি চিকিৎসা সেবা। বিআরবি হাসপাতালের ফ্রি চিকিৎসা কেন্দ্রে গিয়ে দেখা যায়, বিভিন্ন বয়সের দর্শনার্থীরা চিকিৎসা নিতে বসে আছেন। সেখানে চিকিৎসা সেবা দিচ্ছেন অভিজ্ঞ এক চিকিৎসকের নেতৃত্বে একটি মেডিকেল টিম।

মেলায় দায়িত্বে থাকা হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মামুনুর রশীদ বলেন, মেলায় প্র্রতিদিন হাজার হাজার মানুষ আসছেন। এখানে এসে যে কেউই অসুস্থ হতে পারেন। তাই ক্রেতা-দর্শনার্থীদের কথা চিন্তা করে বিআরবি হাসপাতালের পক্ষ থেকে প্রাথমিক চিকিৎসা সেবা বিনামূল্যে প্রদান করা হচ্ছে। পাশাপাশি আধুনিক সুবিধা-সম্বলিত আন্তর্জাতিক মানের ৩১০ বেডের বিআরবি হাসপাতালের বিভিন্ন সেবা সম্পর্কে দর্শনার্থীদের কাছে তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, মেলায় আমরা ফ্রি প্রাথমিক চিকিৎসা দিচ্ছি। ফ্রি ব্লাডের সুগার নির্ণয়, রোগীর প্রেসার মাপা, স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শসহ প্রাথমিক ওষুধও দেয়া হচ্ছে। এছাড়া কেউ গুরুতর অসুস্থ হলে আমাদের অ্যাম্বুলেন্সে তাৎক্ষণিক হাসপাতাল পর্যন্ত বিনা খরচে পৌঁছে দেয়া হচ্ছে।

Advertisement

বিআরবির অস্থায়ী হাসপাতালে কর্তব্যরত ডাক্তার জানান, কেউ অসুস্থ হলে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। এখানে সব বয়সী মানুষ সেবা নিতে আসছেন। মেলায় দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকায় কখনো কখনো বেশ হিমশিম খেতে হয় বলেও জানান তিনি।

প্রতিদিন পাঁচশোর বেশি দর্শনার্থী চিকিৎসা ও স্বাস্থ্য পরামর্শ নিতে প্যাভিলিয়নে আসছেন বলেও জানান তিনি।

এখানে ফ্রি চিকিৎসা নিতে আসা মাসুদ বলেন, হঠাৎ ঘাড় ব্যথা করছে। এখানে এসে প্রেসার মাপলাম। টাকা লাগেনি। রক্তের সুগার নির্ণয় করতে আসা রাসেল আহমেদ বলেন, টাকা ছাড়া চিকিৎসা সেবার কথা চিন্তাই করা যায় না। যেখানে সেবা নেন টাকা লাগবেই। কিন্তু এখানে ফ্রি চিকিৎসা- বেশ ভালো লাগছে।

এসআই/এমএআর/আইআই

Advertisement