গরুর হৃৎপিণ্ডের ভালভের সাহায্যে নতুন জীবন ফিরে পেলেন ৮১ বছরের বৃদ্ধা। বৃদ্ধার হৃদযন্ত্রের মহাধমনী ভালভের ক্রমশ সরু হয়ে যাচ্ছিল। আর সেই চিকিৎসাতেই শনিবার ভারতের চেন্নাইয়ের ফ্রন্টায়ার লাইফলাইন হাসপাতালে ওই বৃদ্ধার সফল অস্ত্রোপচার করলেন চিকিৎসকরা।হাসপাতালের চিকিৎসকের কথায়, এই পদ্ধতি আসলে ‘ওপেন হার্ট সার্জারির’ বিকল্প। গত ১১ বছর আগেই ওই বৃদ্ধার ভালভ প্রতিস্থাপন অস্ত্রোপচার হয়ে গিয়েছিল। চলতি বছরের গোরার দিক থেকে হৃদযন্ত্রের সমস্যা শুরু হয়। তিনি বলেন, শ্বাসকষ্টের সমস্যা শুরু হয়।এপ্রিল মাসে ফ্রন্টায়াক হাসপাতালে ওই বৃদ্ধা চিকিৎসার জন্য আসেন। চিকিৎসকরা তাকে পরীক্ষা করে দেখেন যে মহাধমনী ভালভটি প্রতিস্থাপন করা হয়েছিল সেই সংকীর্ণ। চিকিৎসকরা বলেন, সাধারণত এ ধরণের সমস্যায় ‘ওপেন হার্ট সার্জারির’ মাধ্যমে এর চিকিৎসা হয় এবং পুরনোটি সরিয়ে নতুন প্রতিস্থাপন করা হয়। কিন্তু রোগীর বয়স বেশি হওয়ায় চিকিৎসকরা ইনভেসিভ পদ্ধতি বা ন্যূনতম আক্রমণকারী পদ্ধতিই বেছে নেন চিকিৎসার ক্ষেত্রে।ডাক্তাররা জানান, এরপরই সিদ্ধান্ত নেওয়া হয় গরুর হৃদযন্ত্রের কলা বা টিস্যু দিয়ে একটি জৈব-কৃত্রিম ভালভ তৈরি করা হবে এবং তা মুত্রনিষ্কাশনযন্ত্র বা ক্যাথিডারের সাহায্যে মহাধমণীতে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ পুরনো ভালভের বদলে নতুন প্রতিস্থাপন না করে একটি নতুন ভালভ পুরনোটির মধ্যে প্রতিস্থাপিত করা হয়েছে।প্রায় ৩ ঘণ্টা ধরে ৪ চিকিৎসকের একটি প্রতিনিধি দল এই অস্ত্রোপচার করে। অস্ত্রোপচারের পরে রোগীর অবস্থা স্থিতিশীল রয়েছে, এবং তাকে জেনারেল ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে জানানো হয়েছে।এসএইচএস/আরআই
Advertisement