বিগ ব্যাশে ব্যাট হাতে দারুণ পারফর্ম করছিলেন ম্যাক্সওয়েল। এরপরই গুঞ্জন ওঠে ক্রিস লিনের বদলি হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরবেন ডানহাতি এই ব্যাটসম্যান। তবে অ্যাশেজ সিরিজের পর ওয়ানডেতেও কপাল খুলল না হার্ড হিটার ব্যাটসম্যানের। চোট পাওয়া ক্রিস লিনের বদলি হিসেবে ওয়ানডে দলে জায়গা পেয়েছেন ৩৪ বছর বয়সী হোয়াইট।
Advertisement
এদিকে তিন বছর পর অস্ট্রেলিয়া দলে ফিরতে যাচ্ছেন হোয়াইট। গত ৬ বছরে মাত্র ১টি ওয়ানডে খেলতে পেরেছেন হোয়াইট। ২০১১ সালে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে একটি ম্যাচ খেলে বাদ পড়েছিলেন। ২০১৫ বিশ্বকাপের আগে আবার সুযোগ পান দলে। কিন্তু একমাত্র সুযোগে শূন্য রানে আউট হওয়ার পর বাদ পড়েন। ঘরোয়া ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্সই হোয়াইটকে ফের দলে জায়গা করে নিতে সাহায্য করেছে।
৩৪ বছর বয়সী ডানহাতি এই ব্যাটসম্যান বিগ ব্যাশে আছেন দারুণ ফর্মে। মেলবোর্ন রেনিগেডসের হয়ে ৬ ম্যাচে ২৮৫ রান করেছেন ১৪২.৫ গড়ে। স্ট্রাইক রেট ১১৫.৮৫, ফিফটি করেছেন তিনটি। ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্টে ২টি করে সেঞ্চুরি ও ফিফটি সহ ৪৫৭ রান করে ছিলেন সর্বোচ্চ স্কোরার।
এমআর/পিআর
Advertisement